শেষ আপডেট: 21st June 2024 13:50
দ্য ওয়াল ব্যুরো: এবার ইডির নজরে রাজ্যের এক শিল্পপতি। শুক্রবার কাকভোর থেকে রানিগঞ্জে শিল্পপতি চণ্ডী কেডিয়ার বাড়িতে তল্লাশি অভিযান শুরু করেছেন তদন্তকারীরা। উত্তরপ্রদেশের একটি বেনিয়মের ঘটনায় এই তল্লাশি অভিযান বলে ইডি সূত্রের খবর।
এদিকে কয়লা পাচার কাণ্ডে বৃহস্পতিবার রাতে ইসিএলের কাজোরা এরিয়ার জেনারেল ম্যানেজার নরেশ কুমার সাহা-সহ দু'জনকে গ্রেফতার করল সিবিআই। ধৃতদের ১৪ দিনের হেফাজতে চেয়ে আদালতে আবেদন জানিয়েছে সিবিআই।
রানিগঞ্জের শিশু বাগান মোড় সংলগ্ন এনএসবি রোডে ৬০ নম্বর জাতীয় সড়কের পাশে শিল্পপতি চণ্ডী কেডিয়ার বাড়ি। এদিন ভোর পাঁচটা নাগাদ চারটি গাড়িতে করে সেখানে পৌঁছন ইডির আধিকারিক ও কেন্দ্রীয় জওয়ানরা। পুরো বাড়িটি ঘিরে রেখে শুরু হয়েছে তল্লাশি অভিযান।
ইডি সূত্রের খবর, রাজ্যে এবং রাজ্যের বাইরেও কেডিয়ার একাধিক কারখানা রয়েছে। সম্প্রতি উত্তরপ্রদেশের একটি বেনিয়মে তাঁর নাম জড়িয়েছে। সেই সূত্রেই এই অভিযান। তবে এ ব্যাপারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এখনও অফিসিয়ালি কিছু জানায়নি।
অন্যদিকে কয়লাপাচার কাণ্ডে ইসিএলের আধিকারিক নরেশ কুমার সাহা ও ঠিকাদার অশ্বিনী কুমার যাদবকে বৃহস্পতিবার নিজাম প্যালেসে তলব করেছিল সিবিআই। সূত্রের খবর, দীর্ঘ জেরায় তাঁদের কথায় বিস্তর অসঙ্গতি ধরা পড়ে। রাতের দিকে ইসিএলের এরিয়া ম্যানেজার-সহ দুজনকে গ্রেফতার করেন তদন্তকারীরা।
শুক্রবার সকালে কলকাতা থেকে বিশেষ প্রহরায় সিবিআইয়ের আধিকারিকরা তাঁদেরকে আসানসোলের সিবিআই আদালতে পেশ করে। জানা গেছে, সিবিআই দু'জনকে ১৪ দিনের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছিল। বিচারক চারদিনের সিবিআই হেফজতের নির্দেশ দিয়েছে। মামলার পরবর্তী শুনানি হবে ২৪ জুন।