শেষ আপডেট: 28th May 2024 13:22
দ্য ওয়াল ব্যুরো: লোকসভা নির্বাচন এখনও শেষ হয়নি। আগামী শনিবার শেষ দফার ভোট। তবে এই ভোটের মাঝে আবার শহরে ইডির অভিযান। মঙ্গলবার রাজারহাটের ভাতেণ্ডা এলাকায় এক অভিজাত আবাসনে অভিযান চালায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এছাড়া নিউটাউনের বিভিন্ন জায়গায় তল্লাশি চলছে বলে খবর।
ওই আবাসনের এক ব্যবসায়ীর বাড়িতে এই অভিযান হয়েছে বলেই খবর। ভিনরাজ্যের ব্যাঙ্ক জালিয়াতির একটি মামলার তদন্তেই ইডির এই অভিযান চালিয়েছে বলে অনুমান করা হচ্ছে। যদিও কোন রাজ্যের মামলা, তা এখনও স্পষ্ট নয়। তল্লাশির পাশাপাশি ওই ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানা গেছে।
রাজারহাটের এই শান্তিনিকেতন অ্যাপার্টমেন্টের তিন নম্বর টাওয়ারের ডি৪ রুমে ইডি তল্লাশি করেছে। পাটনার একটি ব্যাঙ্ক প্রতারণা মামলায় কলকাতার এই পর্যটন ব্যবসায়ী জড়িত সন্দেহেই তাঁর বাড়ি এবং সংস্থার অপর ডিরেক্টরের বাড়িতে ইডি হানা দেয়।
সূত্রের খবর, এই ব্যবসায়ীর নাম সন্তোষ বর্মা। তিনি 'এনআরএস হোটেল ডট কম' নামের একটি পর্যটন এবং হোটেল চেইন সংস্থার যুগ্ম ডিরেক্টর। দার্জিলিং, পুরী এবং ভুবনেশ্বর সহ দেশের পূর্বাঞ্চলের রাজ্যে এই সংস্থার একাধিক হোটেল রয়েছে।
বিগত কয়েক মাসের মধ্যে একাধিকবার ইডি তল্লাশি অভিযান চালিয়েছে রাজ্যে। নিয়োগ কাণ্ডে ধৃত পার্থ চট্টোপাধ্যায় 'ঘনিষ্ঠ' ব্যবসায়ী থেকে শুরু করে রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংয়ের বাড়ি, সব জায়গায় তল্লাশি করা হয়েছে। এখন ভোটের মধ্যেই আবার এই অভিযান স্বাভাবিকভাবেই কৌতূহল বাড়িয়েছে সকলের।