শেষ আপডেট: 10th July 2024 11:15
দ্য ওয়াল ব্যুরো: আকাশছোঁয়া সবজির দাম নিয়ে মঙ্গলবার নবান্নের বৈঠক থেকে পুলিশ প্রশাসনকে কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালোবাজারি নিয়ে সতর্ক করেছিলেন মুনাফাখোরেদেরও। ১০ দিনের মধ্যে সবজির দাম কমানোর নির্দেশও দিয়েছিলেন।
মুখ্যমন্ত্রীর ওই ঘোষণার পর বুধবার সকাল হতেই কলকাতা থেকে জেলার বাজারগুলিতে দেখা গেল টাস্ক ফোর্স এবং রাজ্য পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকদের। খুচরো ব্যবসায়ীদের সঙ্গে কথা বললেন। দাম জানতে চাইলেন। কথা বললেন ক্রেতাদের সঙ্গেও। কলকাতার কাঁকুড়গাছির ভিআইপি মার্কেট থেকে আসানসোল দুর্গাপুর-সহ একাধিক জেলার বাজারে দেখা মিলল প্রশাসনিক কর্তাদের।
রাজ্যজুড়ে সবজির ঊর্ধমুখী দাম নিয়ে মঙ্গলবার প্রশাসনিক আধিকারিকদের নিয়ে নবান্নে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিস্থিতির জন্য মুখ্যমন্ত্রী সরাসরি জানিয়ে দেন "কিছু মুনাফাখোরের জন্যই এই মূলবৃদ্ধি।"
টাস্ক ফোর্সের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন মমতা। মুখ্যমন্ত্রীর কথায, "টাস্ক ফোর্স গঠন করেছিলাম, তারা শেষ কবে বৈঠকে বসেছে জানি না। যত দিন দাম না কমে, তত দিন বৈঠকে বসতে হবে। আমি মুখ্যসচিব, ডিজিকে নির্দেশ দিচ্ছি। কতটা দাম কমল, তা নিয়ে প্রতি সপ্তাহে আমি রিপোর্ট চাই। ১০ দিনের মধ্যে দাম কমাতেই হবে।"
এরপরই এদিন কলকাতা-সহ জেলার বাজারগুলিতে টাস্ক ফোর্সের কর্তাদের দেখা যায়। সবজির দাম নিয়ে খোঁজ খবর নেন। যা দেখে ক্রেতাদের একাংশ বলছেন, অবশেষে মুখ্যমন্ত্রীর ধমক পেয়ে বাজারে হানা দিয়েছেন আধিকারিকরা। এবার দাম কিছুটা কমলেও কমতে পারে।
একদিকে উত্তরবঙ্গ ভাসছে অন্যদিকে জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহেও কলকাতা-সহ দক্ষিণবঙ্গে সেই অর্থে বর্ষার এখনও দেখা মেলেনি। অনাবৃষ্টির সুযোগকে কাজে লাগিয়ে কোল্ড স্টোরে সবজি রেখে কৃত্রিম চাহিদা তৈরির অভিযোগ উঠেছে একাংশ ব্য়বসায়ীর বিরুদ্ধে। যার ফলে বাজারে যেন আগুনের গোলা ছুটছে। লঙ্কা, বেগুন সবই ডবল সেঞ্চুরি ছুঁয়েছে। ঢ্যারশ, উচ্ছের মতো সবজিও বিক্রি হচ্ছে কেজি প্রতি ৯০ থেকে ১১০।
যা নিয়ে বুধবারের বৈঠকে চরম অসন্তোষ প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন, "কৃষকেরা কিন্তু বাড়তি দাম পাচ্ছেন না। সবজির দাম বাড়িয়ে মুনাফা নিচ্ছেন মুনাফাখোরেরা। এই জিনিস কেন চলবে?"