Rahul Sinha
রাহুল সিনহা
শেষ আপডেট: 29th July 2024 20:20
দ্য ওয়াল ব্যুরো: রাজ্য বিজেপিতে ফের বড় খবর। অনেক অনেক দিন পর দলের প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহার কপালে যেন ফের রাজ-যোগ দেখা যাচ্ছে! প্রথমে দিলীপ ঘোষ ও পরে সুকান্ত মজুমদারের মেয়াদে বাংলা বিজেপিতে যে নামটি ক্রমশই গুরুত্ব হারাচ্ছিল, এবার তা ফের প্রাসঙ্গিক হয়ে উঠতে পারে।