শেষ আপডেট: 29th July 2024 17:11
দ্য ওয়াল ব্যুরো: টলিপাড়ার পরিস্থিতি নিয়ে সোমবার অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে বৈঠক করেছেন পরিচালকদের একাংশ। কীভাবে খুব দ্রুত সকলকে নিয়ে কাজে ফেরা যায়, সেই নিয়েই আলোচনা হয়েছে। তবে এই বৈঠক থেকে কোনও সমাধান সূত্র বেরিয়েছে কিনা তা স্পষ্ট করে বলা যাবে না। টেকনিশিয়ানদের বৈঠকেরও ওপর বিষয়টি নির্ভরশীল। তবে পরিচালকরা তাড়াতাড়ি কাজ শুরু করতে মরিয়া।
এদিনের বৈঠকের পর সংবাদমাধ্যমের সামনে এসে প্রসেনজিৎ বলেন, ''গোটা ইন্ড্রাস্ট্রি একটি পরিবার। এটাকে আমি মান-সম্মানের লড়াই বলব। সাধারণ পরিবারে যেমন অভাব-অভিযোগ থাকে, এখানেও আছে। কিন্তু এইভাবে একটা পরিবার ভেঙে যাক, কেউই আমরা চাই না। কাজ দ্রুত শুরু হোক সেটাই চাই।'' অভিনেতা এটাও উল্লেখ করেন, কী নিয়ে এই বিরোধিতা হচ্ছে সেটাই তিনি বুঝতে পারছেন না। পরিচালকদের ছাড়া যেমন টেকনিশিয়ানরা চলতে পারেন না, তেমনই তাঁদের ছাড়া কাজ এগোবে না। অনেক বাইরের রাজ্যের মানুষ কলকাতায় এসে কাজ করেন। কারণ এখানকার টেকনিশিয়ানরা অনেক বেশি দক্ষ। এই পরিস্থিতির কারণ কাজের ব্যাঘাত ঘটছে।
পরিচালক গৌতম ঘোষের কথায়, ''একটা অচলাবস্থা চলছে। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে গেলে দু'পক্ষকেই ভাবতে হবে, এগিয়ে আসতে হবে। এখানে আমরা কেউ বিভাজনে বিশ্বাস করি না। এটা একটাই ইন্ডাস্ট্রি, এখানে কোনও ভেদাভেদ নেই। সবাই একটাই পরিবার। আমরা আমাদের ইন্ডাস্ট্রিকে আন্তর্জাতিক জায়গায় নিয়ে যাই, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটাই চেয়েছেন।'' সবশেষে পরিচালক রাজ চক্রবর্তী স্পষ্ট করে বলেন, ''যদি আমাদের ইগো থাকে, সেটা সরিয়ে দিচ্ছি, টেকনিশিয়ানরাও ইগো সরিয়ে দিক। মঙ্গলবার থেকেই যাতে কাজ শুরু করে দেওয়া যায় সেই চেষ্টা করা হোক।''
পরিচালক রাহুল মুখোপাধ্যায়কে বয়কট করেছেন টেকনিশিয়ানরা। সেই থেকেই শুরু বিতর্ক। গত শুক্রবারই খবর মেলে তাঁর উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ডিরেক্টরস গিল্ড। কিন্তু শেষরক্ষা হয়নি। ডিরেক্টরস গিল্ড অব্যাহতি দিলেও রাহুলকে ছাড়পত্র দেয়নি ফেডারেশন। ফেডারেশনের সিদ্ধান্তে নড়ে চড়ে বসে টলিউডের পরিচালকদের একাংশ।