শেষ আপডেট: 27th July 2024 20:22
দ্য ওয়াল ব্যুরো: পরিচালক রাহুল মুখোপাধ্যায় এবং ফেডারেশনের বিতর্কের মাঝে টলিউডের জট কাটছে না। নিয়ম বিরুদ্ধভাবে শুটিং করার অভিযোগ উঠেছে পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের বিরুদ্ধে। তা নিয়ে রাহুলের বিরুদ্ধে অভিযোগে তিন মাসের কর্মবিরতির নির্দেশ দিয়েছিল ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়া। শুক্রবারই খবর মেলে পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ডিরেক্টরস গিল্ড। কিন্তু শেষরক্ষা হল না।
ডিরেক্টরস গিল্ড অব্যাহতি দিলেও রাহুলকে ছাড়পত্র দেয়নি ফেডারেশন। আজ অর্থাৎ ২৭ জুলাই থেকে এসভিএফের প্রযোজনায় রাহুলের পুজোর ছবির শুটিং শুরু কথা ছিল। কথামত কলাকুশলীরা হাজির হলেও এদিন টেকনিশিয়ানদের দেখা মেলেনি।
বিষয় : বাংলা ছবির ইন্ডাস্ট্রি নিয়ে কিছু সংকট, কিছু তর্ক ও সমাধানের ইচ্ছে।
— Dev (@idevadhikari) July 27, 2024
প্রথম :
আজ সকালে টেকনিশিয়ান স্টুডিও তে বাংলা ছবির, টেলিভিশনের পরিচালকরা ফেডারেশন এর সিদ্ধান্তের সামনে কিছু প্রশ্ন রেখেছে। বহুদিন ধরেই রাখছে, আজ ভঙ্গিটা মুভমেন্ট এর। তার, কিছু, বেশকিছু,অনেক কারণ রয়েছে।…
এদিন সেটে রাহুল মুখোপাধ্যায় উপস্থিত থাকায় টেকনিশিয়ানেরা কাজ করেননি। আর বিষয়টি নিয়েই বিক্ষোভ দেখান বাংলার পরিচালকরা। টেকনিশিয়ানরা উপস্থিত না থাকলেও 'শুটিং হবেই', এই দাবিতে অনড় তাঁরা। এমনকী তাঁদের দাবি না মানলে সোমবার থেকে কর্মবিরতির হুঁশিয়ারিও দেন। এরই মধ্যে রাহুলকে ঘিরে তৈরি হওয়া টালবাহানায় সমাধান খুঁজতে দেব, প্রসেনজিৎ, রাজ চক্রবর্তী সহ অনেকেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট শেয়ার করেন।
ঠিক কী লেখা রয়েছে সেই পোস্টে? বলা হয়েছে, " আজ সকালে টেকনিশিয়ান স্টুডিওয় বাংলা ছবি, টেলিভিশনের পরিচালকেরা ফেডারেশনের সিদ্ধান্তের সামনে কিছু প্রশ্ন রেখেছে। বহু দিন ধরেই রাখছে, আজ ভঙ্গিটা আন্দোলনের। তার একটি বা অনেক কারণ রয়েছে। এই আন্দোলনের গোড়ায়, আগায়, সামনে, পিছনে, ডান দিক, বাঁ দিক, নের পরিচালকেরা ফেডারেশনের সিদ্ধান্তের সামনে কিছু প্রশ্ন রেখেছে। বহু দিন ধরেই রাখছে, আজ ভঙ্গিটা আন্দোলনের। তার একটি বা অনেক কারণ রয়েছে। এই আন্দোলনের গোড়ায়, আগায়, সামনে, পিছনে, ডান দিক, বাঁ দিক, কোথাও সিনিয়র, জুনিয়র-সহ সমস্ত রকমের টেকনিশিয়ান, সিনে-শ্রমিকদের স্বার্থহানির এক ফোঁটা উদ্দেশ্য নেই। বিষয় সেটা নয়ই। বিষয় হল নীতির।”
পোস্টে কোনও 'রাজনৈতিক' রং নেই বলেও উল্লেখ করা হয়েছে। টলি তারকারা লিখেছেন, “বিষয়টা একই পরিবারের। পরিবারটি বাংলা বিনোদন ইন্ডাস্ট্রি। এর মধ্যে কোনও রাজনৈতিক দিক নেই। ‘আমরা-ওরা’ নেই।"