শেষ আপডেট: 26th December 2023 16:25
দ্য ওয়াল ব্যুরো: ভালবেসে বিয়ে করার কী করুণ পরিণতি! বিয়ের তেরাত্তির পোহাল না, তার মধ্যেই বাড়ির পাশের লিচু বাগান থেকে নতুন বরের ঝুলন্ত দেহ উদ্ধার হল। এই ঘটনায় মৃতের পরিবারের তরফে যুবককে অপহরণ করে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বধূর পরিবারের বিরুদ্ধে।
ঘটনাটি মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার তেঘরী গ্রাম পঞ্চায়েতের রামপুরা গ্রামের। মৃত যুবকের নাম রাম দাস। জানা গেছে, গ্রামেরই এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তাঁর। কিন্তু তরুণীর বাড়ির লোক সেই সম্পর্ক মেনে নেননি। শেষে বাড়ির সম্মতি ছাড়াই পালিয়ে গিয়ে দিন তিনেক আগে বিয়ে সেরেছিলেন যুগলে।
কিন্তু তাতেও স্বস্তি মেলেনি। বধূর পরিবারের চাপের কাছে নতিস্বীকার করে নাকি স্ত্রীকে বাবার কাছে ফিরিয়ে দিয়ে আসতে বাধ্য হয়েছিলেন যুবক। এর মধ্যেই সোমবার থেকে খোঁজ মিলছিল না রামের, এমনটাই দাবি তাঁর পরিবারের। তারপর মঙ্গলবার সকালে লিচু বাগান থেকে তাঁর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়।
এই ঘটনায় বধূর বাপের বাড়ির লোকের দিকে আঙুল তুলছেন রামের পরিজনরা। তাঁদের দাবি, রামকে অপহরণ করে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে, আর সেই কাজে যুক্ত রয়েছেন তরুণীর বাড়ির লোকজন। তাঁরা অভিযুক্তদের শাস্তির দাবিতে সরব হয়েছেন।
ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে গেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। খুন না আত্মহত্যা, নাকি এই ঘটনার পিছনে অন্য কোনও রহস্য আছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।