শেষ আপডেট: 19th April 2023 06:36
দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: এবছরই মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল সেই কিশোর (Madhyamik student)। কিন্তু অল্প বয়সেই পরিবারের হাল টানার দায়িত্ব ঘাড়ে এসে পড়ায় পড়াশোনার পাশাপাশি সময় করে টোটোও চালাত। অভিযোগ, সেই ছেলেই গত তিনদিন ধরে বাড়িতে ফেরেনি। এদিক ওদিক খুঁজেও পাওয়া যায়নি। শেষে বুধবার সকালে এলাকারই এক পুকুর পাড় (pond side) থেকে ওই মাধ্যমিক পরীক্ষার্থী টোটোচালকের ক্ষতবিক্ষত ও পচাগলা অবস্থায় দেহ উদ্ধার হয়েছে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ (Raghunathganj) থানার অন্তর্গত আলের ওপর এলাকায়।
পুলিশ সূত্রে খবর, মৃত কিশোরের নাম দীপঙ্কর মণ্ডল। এবছরই সবে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। বয়স মোটে ১৬ কি ১৭ বছর। সাগরদিঘি হাইস্কুলের পড়ুয়া ছিল সে। জানা গিয়েছে, গত রবিবার দীপঙ্করকে রঘুনাথগঞ্জের আলের ওপর এলাকায় ডাকা হয়। কুমড়ো নিয়ে যাওয়ার জন্য ভাড়া করা হয় তার টোটো। সেই মতো রবিবার ভোরেই টোটো নিয়ে বাড়ি থেকে রওনা দেয় দীপঙ্কর। কিন্তু তারপরে আর বাড়ি ফিরে আসেনি।
এদিকে ছেলে ঘরে ফিরছে না দেখে স্বাভাবিকভাবেই উৎকণ্ঠায় ছিল তার পরিবারের সদস্যরা। দীপঙ্কর যেতে পারে, সম্ভাব্য এমন বেশ কয়েকটি জায়গায় খোঁজ চালিয়েও পাওয়া যায়নি তাকে। অবশেষে বুধবার সকালে রঘুনাথগঞ্জের আলের ওপর এলাকায় একটি পুকুর পাড়ে তার নিথর দেহ মেলে। ক্ষতবিক্ষত পচাগলা অবস্থায় দেহ উদ্ধার করে নিয়ে গিয়েছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। দেহ ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আবহাওয়ার বড় বদলের পূর্বাভাস, ইদের দিন বৃষ্টি হবে দক্ষিণের ৮ জেলায়, শিলাবৃষ্টি পাহাড়ে