তৃণমূলে যোগ দিলেন বিজেপির নদিয়ার উত্তরের সংখ্যালঘু মোর্চার সভাপতি।
শেষ আপডেট: 28th July 2024 21:36
দ্য ওয়াল ব্যুরো: তৃণমূলে যোগ দিলেন বিজেপির নদিয়ার উত্তরের সংখ্যালঘু মোর্চার সভাপতি রফিকুল শেখ। রবিবার শাসকদলের এক অনুষ্ঠানে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন তিনি।
দলবদলের কারণ হিসেবে সম্প্রতি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মন্তব্যকে দায়ী করেছেন রফিকুল। তাঁর কথায়, "শুভেন্দু অধিকারী যেভাবে মুসলিম সম্প্রদায়কে অপমান করেছেন তারপরে আর বিজেপিতে থাকা যায় না। তাই দলবদলের সিদ্ধান্ত।"
গত ১৭ জুলাই কলকাতার সায়েন্স সিটিতে ভোট বিপর্যযের কারণ খুঁজতে বৈঠকে বসেছিল বিজেপি। সেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন, "আর বলব না রাষ্ট্রবাদী মুসলিম, 'সবকা সাথ সবকা বিকাশ'ও আর বলব না। বলব, 'জো হামারে সাথ হাম উনকা সাথ'। নো নিডস সংখ্যালঘু মোর্চা।"
রফিকুলের অভিযোগ, "বিরোধী দলনেতা মুসলিম সম্প্রদায়কে প্রকাশ্যে এভাবে অপমান করার পর দল তার বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি। ফলে এই দলে আর থাকা যায় না।"
প্রসঙ্গত, শুভেন্দুর ওই বক্তব্যের সঙ্গে একমত হননি দলের অনেকেই। সে সময় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিজেপির সংখ্যালঘু মোর্চার জাতীয় সভাপতি জমাল সিদ্দীকি বলেছিলেন, ‘শুভেন্দু অধিকারীর কথা শুনে বোঝা যায়, মাটির সঙ্গে ওঁর কোনও সম্পর্ক নেই।’
জমাল আরও বলেন, ‘আসলে উনি পার্টিতে নতুন এসেছেন। বিজেপির সংস্কৃতির সঙ্গে এখনও পুরোপুরি অবগত নন।’
শুভেন্দুর এহেন মন্তব্যকে ঘিরে দলের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হলেও এখনও নিজের বক্তব্যে অনড় রয়েছেন বিরোধী দলনেতা। তারই মাঝে দলের সংখ্যালঘু মোর্চার এক সভাপতির পদত্যাগ ঘিরে নতুন করে শোরগোল ছড়িয়েছে রাজনৈতিক মহলে। এ ব্যাপারে শুভেন্দুর কোনও প্রতিক্রিয়া এখনও জানা যায়নি। তবে দলের রাজ্য নেতা রাহুল সিনহা বললেন, "রফিকুল লোভে পড়ে তৃণমূলে যোগ দিয়েছে। যাওয়ার জন্য একটা কারণ দেখাতে হবে তো, তাই শুভেন্দুকে দায়ী করছেন।"
বিষয়টি নিয়ে কড়া প্রতিক্রিয়া ধেয়ে এসেছে তৃণমূল শিবির থেকে। শাসকদলের নেতা কুণাল ঘোষ বলেন, "এই তো শুরু। শুভেন্দুদের অত্যাচারে আগামী দিনে বিজেপির আরও অনেকে তৃৃণমূলে আসবেন। ২৬ এর আগে বাংলা থেকে দলটাই না উঠে যায়!"