শেষ আপডেট: 28th July 2020 18:30
দ্য ওয়াল ব্যুরো: বেলা তখন ৩টে। ভারতের আকাশে ভেসে উঠল পাঁচ যুদ্ধবিমান। ক্ষিপ্র তাদের গতি। আকাশে তাদের বিন্যাস ঠিক তীরের ফলার মতো। ভারতীয় বায়ুসেনা টুইট করল , “গোল্ডেন অ্যারোদের দেশে স্বাগত। তোমরা নীল আকাশের গর্ব।” পাঁচ রাফাল। তাদের স্বাগত জানাতে আকাশে উড়ে গেলে দুই সুখোই-৩০ এমকেআই ফাইটার জেট। বেলা ৩টে ২০মিনিট। হরিয়ানার আম্বালা বায়ুসেনা ঘাঁটিতে সাজো সাজো রব। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, ভারতীয় বায়ুসেনার টুইটার হ্যান্ডেলজুড়ে শুধুই রাফালের ছবি। নীল আকাশের বুক চিরে উড়ছে পাঁচ ‘ওমনিরোল’ এয়ারক্রাফ্ট। তার দু’পাশে ঠিক যেন পাহারা দিয়ে নিয়ে আসছে সুখোই কমব্যাট ফাইটার জেট। তার আগেই আইএনএস কলকাতার ডেল্টা ৬৩ অ্যারো লিডার অডিও বার্তায় স্বাগত জানিয়েছেন রাফালের কম্যান্ডারকে। ফ্রান্স থেকে সাত হাজার কিলোমিটার পথ পেরিয়ে বেলা ৩টে ২১ মিনিট নাগাদ ভারতের মাটি ছুঁল পাঁচ রাফাল ফাইটার জেট। চার বছরের অপেক্ষার শেষ হল। ইতিহাস তৈরি হল হরিয়ানার আম্বালা বায়ুসেনা ঘাঁটির ‘গোল্ডেন অ্যারো’ ১৭ নম্বর স্কোয়াড্রনে। ১৯৯৯ সালে কার্গিল যুদ্ধের সময় এই স্কোয়াড্রনেরই দায়িত্বে ছিলেন প্রাক্তন বায়ুসেনা প্রধান বিএস ধানোয়া। আম্বালায় অবতরণের পরে টুইট করে রাফালকে স্বাগত জানান প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেন, “ঘরে এল রাফাল। আম্বালা বায়ুসেনা ঘাঁটিতে নিরাপদেই অবতরণ করেছে। রাফাল কমব্যাট ফাইটার জেট ভারতীয় বায়ুসেনার ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করল।” সংস্কৃতে টুইট করে দেশের মাটিতে রাফালকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। যাত্রা শুরু হয়েছিল সোমবার। তার আগে রবিবার থেকেই কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছিল। ফ্রান্সে ভারতীয় দূতাবাস থেকে টুইট করে জানানো হয়েছিল ১২ জন পাইলটকে রাফাল ওড়ানো ও মাঝ আকাশে জ্বালানি ভরার বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এয়ারবাস ৩৩০ মাল্টিরোল ট্যাঙ্কার ট্রান্সপোর্ট এয়ারক্রাফ্ট উড়িয়ে কীভাবে মাঝ আকাশে জ্বালানি ভরতে হবে সেই ট্রেনিং নিয়েছেন পাইলটরা। ফ্রান্সে ভারতীয় রাষ্ট্রদূত জাভেদ আসরফ বলেন, দশটি রাফাল ভারতের জন্য তৈরি রেখেছে দাসো অ্যাভিয়েশন। প্রথম দফায় পাঁচটি পৌঁছেছে ভারতে। বাকিগুলি ট্রেনিং-এর জন্য রেখে দেওয়া হয়েছে। ভারতীয় বায়ুসেনার ৩৬ জন পাইলট ফ্রান্সে থেকেই বিশেষ প্রশিক্ষণ নেবেন। আগামী বছরের মধ্যেই ৩৬টি রাফাল পৌঁছে যাবে ভারতে। https://twitter.com/DefenceMinIndia/status/1288394301639028736 ৩৬টি রাফাল ফাইটার জেটের জন্য ফ্রান্সের দাসো অ্যাভিয়েশনের সঙ্গে ৫৯ হাজার কোটি টাকার চুক্তি হয়েছিল ২০১৬ সালের সেপ্টেম্বরেই। মে মাসেই প্রথম চারটি রাফাল ভারতের হাতে আসার কথা ছিল। কিন্তু করোনা মহামারীর কারণে এই সময় পিছিয়ে যায়। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা জানাচ্ছেন, রাফাল ভারতীয় বায়ুসেনার জন্য ‘গেম চেঞ্জার’হবে। চিনের সঙ্গে সীমান্ত সংঘাতের আবহে রাফালের মতো মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফ্ট হাতে পাওয়া বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই জানিয়েছেন বায়ুসেনার এক আধিকারিক। রাফালের মতো ওমনিরোল এয়ারক্রাফ্ট বায়ুসেনার হাতে চলে এল মানে এয়ার ডিফেন্স সিস্টেম আরও শক্তিশালী হয়ে উঠল। পাকিস্তানের এফ-১৬, জেএফ-২০ ফাইটার জেট ও চিনের তৈরি পঞ্চম প্রজন্মের স্টিলথ এয়ারক্রাফ্ট চেংড়ু জে-২০-র মুখোমুখি মোকাবিলা করার মতো শক্তি বাড়ল ভারতের। https://twitter.com/narendramodi/status/1288425006209228800