শেষ আপডেট: 5th August 2024 11:16
দ্য ওয়াল ব্যুরো: ২০১১ সালের পর সবচেয়ে বড় মারামারি, সংঘর্ষ চলছে ব্রিটেন জুড়ে। বিক্ষোভ প্রদর্শনকারী অতি-ডানপন্থীদের উদ্দেশে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মধ্য-বামপন্থী ব্রিটিশ প্রধানমন্ত্রী কের স্টার্মার। দাঙ্গাকারীদের বলেছেন, ফল ভুগতে হবে। পুরো ঘটনাকে অতি ডানপন্থী গুন্ডামি বলে ব্যাখ্যা করেন তিনি।
উল্লেখ্য, গত শনিবার ব্রিটেনের সাউথপোর্টে একটি নাচের ক্লাসে ছুরি নিয়ে হামলা চালিয়েছিল এক দুষ্কৃতী। সেই ঘটনায় তিনটি মেয়ের মৃত্যু হয়। এরপরই ব্রিটেন জুড়ে অভিবাসী বিরোধী বিক্ষোভ শুরু হয়। সেই বিক্ষোভ রবিবার থেকে হিংসার আকার ধারণ করে। বিভিন্ন জায়গায় অভিবাসীদের উপর হামলা চালানো হয়। ভাঙচুর করা হয় অভিবাসীর আশ্রয় নেওয়া একটি হোটেলে। রাস্তাঘাটে উন্মত্ত হিংসা চলছে। দোকানপাট, গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ সবই হচ্ছে।
সাউথপোর্টের ঘটনার পরই রটিয়ে দেওয়া হয় যে হামলাকারী একজন অভিবাসী এবং ইসলামি কট্টরপন্থী। তবে পুলিশ জানায়, হামলাকারীর জন্ম ব্রিটেনেই। এবং এই ঘটনাকে সন্ত্রাসবাদী হামলা হিসেবে দেখছে না তারা। এ পর্যন্ত দেশজুড়ে ১৫০ জন অভিবাসন বিরোধী বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় পুলিশ। আর এই গ্রেফতারির খবর সামনে আসতেই রবিবার নতুন করে হিংসা ছড়ায় ব্রিটেনের বহু জায়গায়।
রবিবার ব্রিটেনের লিভারপুল, ব্ল্যাকপুল, ম্যাঞ্চেস্টার, ব্রিস্টল, হাল শহরে মুসলিম অভিবাসী বিরোধী বিক্ষোভ প্রদর্শন করে অতি-ডানপন্থীরা। এদিকে সাউথ ইয়র্কশায়ারে একটি হোটলে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে বিক্ষোভকারীরা। সেই হোটেলে অভিবাসীদের আশ্রয় দেওয়া হয়েছিল। সেই ঘটনার ভিডিয়ো প্রকাশ করে বিবিসি। এদিকে সেই ঘটনায় ১০ জন পুলিশকর্মী জখম হয়েছেন। তবে হোটেলের কেউ ঘটনায় জখম হননি বলে পুলিশ দাবি করে।
এই সবের মাঝেই ব্রিটেন জুড়ে দোকানপাটে লুঠ চলছে। রয়টার্স জানায়, বিক্ষোভকারীরা পুলিশের উপর হামলা চালিয়েছে, এতে বেশ কয়েক পুলিশ আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, ছুরি দিয়ে হামলার ঘটনায় গ্রেফতার সন্দেহভাজন ১৭ বছর বয়সি কিশোর অ্যাক্সেল রুডাকুবানার জন্ম ব্রিটেনে। গত ১৩ বছরে ব্রিটেনে এরকম দাঙ্গা পরিস্থিতি তৈরি হয়নি।