শেষ আপডেট: 13th April 2024 20:22
ঐশী মুখোপাধ্যায় ও প্রিয়াঙ্কা পাত্র
চব্বিশের ভোটে দিদি নাম্বার ওয়ান রচনা বন্দ্যোপাধ্যায়কে শুরুতে তমলুক বা কাঁথি থেকে প্রার্থী করার কথা ভেবেছিল তৃণমূল। রচনা তাতে রাজি ছিলেন না। তাই তাঁকে যে হুগলি আসনে প্রার্থী করা হতে পারে সেই খবর দ্য ওয়ালে সবার আগে প্রকাশিত হয়েছিল। হয়েছেও তাই।
১০ মার্চ ব্রিগেডের সভা থেকে প্রার্থী তালিকা ঘোষণার এক মাস পর রচনা প্রথমবার স্বীকার করলেন, হ্যাঁ তাঁকে তমলুকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী করার কথা ভাবা হয়েছিল।
রচনাকে প্রশ্ন করা হয়েছিল, তমলুক কেন্দ্র থেকে তো আপনার প্রার্থী হওয়ার কথা ছিল, অভিজিতের বিরুদ্ধে দাঁড়ালেন না কেন? জবাবে দিদি নাম্বার ওয়ান বলেন, “কাঁথি, তমলুক আর হুগলি এই তিনটি কেন্দ্রের মধ্যে থেকে একটিতে প্রার্থী করার কথা চলছিল। তার পর মমতা বন্দ্যোপাধ্যায়ই আসন ঠিক করে দিয়েছেন”।
রচনার কাছে জানতে চাওয়া হয় সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে এত মিম, বিরোধীদের এত কটাক্ষ, কী করে সামলাচ্ছেন? জবাবে দিদি নাম্বার ওয়ান বলেন,“বাইরের মানুষের কথা আমি গায়ে মাখি না। যাঁরা ওসব কথা লেখেন বা বলেন তাঁদের মনুষ্যত্ব কম বলে আমি মনে করি। আমি কর্মে বিশ্বাসী।"
রচনা আরও বলেন, মেদিনীপুরের মানুষও আমায় ভালবাসেন। আমরা মেদিনীপুরেই মিউজিক্যাল শো, অনুষ্ঠান করতে বেশি যেতাম। তাই ওখানকার মানুষ আমায় খুব ভালোবাসেন। এখন হুগলির মানুষেরও ভালবাসা পাচ্ছি।
শিল্পায়ণ নিয়ে ইতিমধ্যে বিতর্কের মুখে পড়েছেন রচনা। কারখানার ধোঁয়া নিয়ে তাঁর মন্তব্যকে কটাক্ষ করেছেন বিরোধীরা। এ ব্যাপারে রচনা দ্য ওয়ালকে বলেন, "শিল্প তো হাতের মোয়া নয় যে বললাম আর হয়ে গেল। শিল্প করতে সময় লাগে।"
শোনা যাচ্ছে, আপনি নিজেই তমলুকে দাঁড়াতে চাননি? উত্তরে রচনা বলেন, “না না আমি কিছুই করিনি। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন রচনা তুমি হুগলি যাও, আমি তাই গেলাম। দিদি যা বলেছেন তাই”।
প্রচারে বেরিয়ে কতটা ডায়েট মেন্টেইন রাখতে পারছেন জানতে চাওয়া হলে রচনা বলেন, “প্রচারের জন্য ডায়েট মেন্টেন করা হচ্ছে না। আমি সব খাই কিন্তু কন্ট্রোল করে খাই, তাই এতদিন এইভাবে কাজ করতে পারছি। তবে এখন সেইভাবে স্ট্রিক্ট টাইম মেন্টেন করে খাওয়া দাওয়া করা হচ্ছে না।"