শেষ আপডেট: 28th May 2019 08:09
দ্য ওয়াল ব্যুরো, কোচবিহার: ফের বিক্ষোভের মুখে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। আজ সকালে নিজের বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুরে যাওয়ার পথে তুফানগঞ্জের মরুগঞ্জে ৩১ নম্বর জাতীয় সড়কের উপর প্রবল বিক্ষোভের মুখে পড়েন তিনি। কৃষ্ণপুরে তৃণমূলের একটি দলীয় কার্যালয় ও পঞ্চায়েত দফতরে তালা ঝোলানো হয়েছে খবর পেয়েই মন্ত্রী যাচ্ছিলেন সেখানে। বাসিন্দাদের অভিযোগ, শান্তিপূর্ণ ভাবে বিক্ষোভ দেখাচ্ছিলেন তাঁরা। এ সময় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর নিরাপত্তা রক্ষীরা বিক্ষোভকারীদের উপর লাঠি চালায়। তাতে আহত হন বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দা। এঁদের মধ্যে রয়েছেন এলাকার বেশ কিছু ব্যবসায়ীও। এরই প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়েন তাঁরা। পরে পুলিশ পৌঁছলে পুলিশের উপর চড়াও হয় জনতা। লাঠির ঘায়ে জখম হন বেশ কয়েকজন পুলিশকর্মী। পুলিশের গাড়ি ভাঙচুর করে জনতা। সেখান থেকে কোনও রকমে কৃষ্ণপুরে চলে যান তিনি। কিন্তু পার্টি অফিসের তালা খুলতে গিয়েও তিনি বাধার মুখে পড়েন বলে জানা গেছে। পরে অবশ্য দলের কর্মী সমর্থকদের পাশে নিয়ে পার্টি অফিসের তালা খোলেন তিনি। https://www.youtube.com/watch?v=h36bALL2lOM&feature=youtu.be গত শনিবারও দিনহাটার শালমারাতে স্থানীয় মানুষের বিক্ষোভের মুখে পড়েছিলেন রবীন্দ্রনাথ ঘোষ । সেখানেও বিজেপির হাতে দখল হয়ে যাওয়া দলীয় কার্যালয় দখল মুক্ত করতে গিয়েই বিক্ষোভের মুখে পড়েছিলেন তিনি। পুলিশ থাকলেও তাতে কোনও কাজ হয়নি । শালমারা বাজারে উত্তেজিত জনতা আটক করে রাখে মন্ত্রীর কনভয় । পরে পরিস্থিতি সামাল দেন দিনহাটার বিধায়ক উদয়ন গুহ । উদয়ন গুহ ও পুলিসের চেষ্টায় কোনওরকমে এলাকা থেকে বের করে নিয়ে যাওয়া হয়েছিল মন্ত্রীকে।