শালিমারে চলছে পুলিশ-বাহিনীর টহল
শেষ আপডেট: 25th June 2024 13:44
দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: সোমবার নবান্নের পুর প্রশাসনিক বৈঠকে হাওড়া পুরসভা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর মুখে উঠে এসেছিল শালিমার স্টেশনে বেআইনি পার্কিং ও তোলাবাজি ঘটনার কথাও। এই বিষয়ে পুলিশকেও কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন মমতা। এই বৈঠকের কয়েকঘণ্টার পরে শালিমারে পুলিশকে টহলদারি দিতে দেখা গেল। গোটা স্টেশন চত্বর ও সংলগ্ন পার্কিংয়ের জায়গা নিরাপত্তার চাদরে মুখে ফেলা রয়েছে। মঙ্গলবার সকাল থেকে বি গার্ডেন থানা এলাকায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা রুট মার্চ চালাচ্ছে।
গত ১৬ জুন দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তেজনা ছড়ায় হাওড়ার শালিমার স্টেশন ও তার লাগোয়া এলাকায়। পুলিশের চোখ সামনে একাধিক গাড়ি, বাইকে ভাঙচুর চালান হয়। পার্কিং ও প্রোমোটিং সিন্ডিকেটের বিবাদ ঘিরে এই সংঘর্ষের ঘটনা ঘটেছিল বলে অভিযোগ ওঠে। দু’পক্ষের মধ্যে ইটবৃষ্টি চলে। এমনকী বাড়ি বাড়ি ঢুকে মহিলাদের মারধর করা হয়েছিল বলে দাবি করেন স্থানীয়রা।
তাঁদের অভিযোগ, শালিমার স্টেশন সংলগ্ন এলাকায় পার্কিং ও প্রমোটিংয়ের মালপত্র সরবরাহ নিয়ে তৃণমূল কর্মীদের মধ্যে গন্ডগোল রয়েছে। কেউ কারওকে এক চুল জায়গা ছাড়তে রাজি হয় না। এমনকী পার্কিংয়ের তোলাবাজিতে ভাগবাটোয়ারা নিয়েও সমস্যা রয়েছে শাসকদলের দুই গোষ্ঠীর মধ্যে।
সেই খবর মুখ্যমন্ত্রীর কাছেও গিয়েছিল। সোমবার নবান্নের বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, "টাকার বিনিময় সরকারি সম্পত্তি নষ্ট হয়ে যাচ্ছে। বেদখল হয়ে যাচ্ছে। আমি হাওড়া পুলিশকে বলব একটা তদন্ত করার জন্য। রাম শ্যাম যদু মধু যেই হোক, যদিও আমিও হই, কাউকেই ছাড়বেন না।"