শেষ আপডেট: 29th August 2024 15:22
দ্য ওয়াল ব্যুরো: ট্রেন দুর্ঘটনায় মৃত্যু ছিল অবধারিত। কিন্তু স্রেফ উপস্থিত বুদ্ধির জেরে প্রাণে বেঁচে গেলেন এক আরপিএফ কর্মী। ঘটনাটি ঘটেছে হাওড়ার ব্যান্ডেলে।
মিথিলেশ কুমার নামের ওই আরপিএফ জওয়ান ব্যান্ডেল লাইনে একটি দূরপাল্লার ট্রেনের তলায় ট্র্যাকে ঢুকে তল্লাশি চালাচ্ছিলেন। সেই সময় হঠাৎ সেই ট্রেনটি চলতে শুরু করে। এই মুহূর্তে ট্র্যাক থেকে যে তিনি বেরিয়ে আসবেন সেই সময়টুকুও ছিল না। অন্য যে কেউ হলে হয়তো অজ্ঞান হয়ে যেত ওই সময়ে। তারপরই ঘটে যেত ভয়ঙ্কর দুর্ঘটনা। কিন্তু ওই আরপিএফ জওয়ান নিজের উপস্থিত বুদ্ধি কাজে লাগান।
ট্রেন চলতে শুরু করার মুহূর্তেই তিনি নিজের উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে লাইনের মাঝে ট্রেনের তলায় শুয়ে পড়েন! ট্রেন তাঁর উপর দিয়ে চলে গেলেও কোনও ক্ষতি হয়নি মিথিলেসের। আর এই ঘটনার ভিডিও করেন তাঁরই এক সহকর্মী। সেই ভিডিও ভাইরাল হয়েছে ইতিমধ্যেই।
বর্ধমানের বাসিন্দা মিথিলেশ ব্যান্ডেলে আরপিএফ কনস্টেবল পদে কর্তব্যরত। গত বৃহস্পতিবার তিনি দূরপাল্লার ট্রেনের তলায় ট্র্যাকে তল্লাশি করছিলেন। সেই সময় এই ঘটনা ঘটে। পরবর্তী সময়ে তাঁকে প্রাথমিক চিকিৎসা করে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। ব্যান্ডেল আরপিএফ অবশ্য এ বিষয়ে কোনও কিছু বলতে চায়নি।
এদিকে এমন ঘটনা কীভাবে ঘটল তা নিয়েও কিছু বলেনি রেল কর্তৃপক্ষ। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, ঘটনাটি তাঁর জানা নেই। তিনি খোঁজ নিয়ে দেখবেন। তবে রেল সূত্রে খবর, যোগাযোগের ত্রুটির কারণে এমন ঘটনা ঘটেছে।