শেষ আপডেট: 25th May 2024 15:26
দ্য় ওয়াল ব্যুরো: ফের কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ উঠল। এবার ঘাটাল লোকসভা কেন্দ্রের অন্তর্গত ডেবরার ১২৬ নম্বর বুথে। অভিযোগ পেয়েই সক্রিয় হয় কমিশন। সঙ্গে সঙ্গে ভোটের ডিউটি থেকে সরিয়ে দেওয়া হয় কেন্দ্রীয় বাহিনীর অভিযুক্ত জওয়ানকে।
শনিবার দুপুরে ডেবরার জলিমান্দায় সিআরপিএফের ওই জওয়ানের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ ওঠে। এই ঘটনায় তেতে ওঠে এলাকা। স্থানীয় মানুষজন ওই জওয়ানের উপর চড়াও হন। পরে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যায় তাকে। বিডিও প্রিয়ব্রত রাড়ি জানান, ওই জওয়ানকে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পঞ্চম দফার ভোটেও ঘরে ঢুকে ঘুমন্ত এক মহিলাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগ উঠেছিল কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ানের বিরুদ্ধে। ঘটনা ঘিরে ভোটের দিন সকালে তুমুল উত্তেজনা ছড়ায় হুগলির জাঙ্গীপাড়ায়। পরে পুলিশ গিয়ে ওই জওয়ানকে আটক করে থানায় নিয়ে যায়। জাঙ্গীপাড়ায় একটি বুথে নিরাপত্তার দায়িত্বে ছিলেন ইন্দো-টিবেটিয়ান বর্ডার পুলিশের ওই জওয়ান। অভিযোগ, ভোটের আগের রাতে এলাকার একটি বাড়িতে ঢুকে ঘুমন্ত এক মহিলাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেন তিনি। ওই মহিলার চিৎকারে জেগে যান তাঁর পরিবারের লোকজন। ছুটে আসেন পড়শিরাও। অভিযুক্ত জওয়ানকে ধরে পেলেন তাঁরা। ওই জওয়ানকে গাছে বেঁধে রেখে পুলিশকে খবর দেন স্থানীয় মানুষ।
ওইদিন উলুবেড়িয়া লোকসভার কুলগাছিয়াতে এক বিএসএফ জওয়ানের বিরুদ্ধেও শ্লীলতাহানির অভিযোগ উঠেছিল। ওই জওয়ানের বিরুদ্ধে উলুবেড়িয়া থানায় এফআইআর দায়ের হয়। দুই জওয়ানকেই ভোটের কাজ থেকে সরিয়ে দেয় নির্বাচন কমিশন।