শেষ আপডেট: 15th August 2024 15:20
দ্য ওয়াল ব্যুরো: আরজিকরে ডাক্তারি ছাত্রীকে ধর্ষণ ও খুন কাণ্ডে হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে তলব করল সিবিআই। আজ অর্থাৎ শুক্রবারই সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে। সূত্রের খবর, সন্দীপবাবুর পাশাপাশি আরজি করের আরও দু'জন আধিকারিককে এদিনই তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
আরজি করের ঘটনায় মঙ্গলবার সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশে মঙ্গলবার থেকেই তাঁরা তদন্ত শুরু করে। মঙ্গলবার বিকেলেই টালা থানায় গিয়ে আরজি কর সংক্রান্ত সব নথি পুলিশের কাছ থেকে সংগ্রহ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
এরপরই বুধবার সকালে দিল্লি থেকে কলকাতায় এসেছে সিবিআই-এর একটি বিশেষ দল, তাঁদের সঙ্গে রয়েছে ফরেন্সিক টিমও। তাঁরাই আরজি কর মামলার তদন্ত করছে। যে সমস্ত নথিপত্র সংগ্রহ করা হয়েছে তা নিয়ে বুধবারই তাঁরা আরজি করে গিয়েছিলেন। ঘুরে দেখেন ঘটনাস্থলও। এবার এব্যাপারে অধ্যক্ষ-সহ কলেজের তিন আধিকারিককে তলব করা হল।
গত বৃহস্পতিবার মধ্যরাতে আরজিকরের চারতলার সেমিনার হলে ডাক্তারি ছাত্রীকে ধর্ষণ ও খুন করা হয়। অভিযোগ, ঘটনার পর হাসপাতালের তরফে মৃত ছাত্রীর পরিবারকে আত্মহত্যার ঘটনা বলে জানানো হয়েছিল। যা নিয়ে পুলিশের ভূমিকা নিয়ে মৃত ছাত্রীর পরিবার, আন্দোলনকারী পড়ুয়া এবং কলকাতা হাইকোর্টও প্রশ্ন তুলেছিল। সূত্রের খবর, এ ব্যাপারেও আরজি করের প্রাক্তন অধ্যক্ষর কাছে জানতে চাওয়া হবে।