শেষ আপডেট: 4th October 2024 20:56
দ্য ওয়াল ব্যুরো: আরজি কর মামলায় পরবর্তী শুনানি হবে চতুর্থীর দিন তথা সোমবার। তার আগে শিয়ালদহ কোর্টে একটি মুখবন্ধ খাম জমা দিয়ে একটা আবেদন জানাল সিবিআই। কী সেই আবেদন তা সিবিআই বাইরে খোলসা করতে চাইনি। কারণ, তাতে তদন্ত প্রভাবিত হতে পারে বলে জানাচ্ছেন কেন্দ্রীয় তদন্ত এজেন্সির গোয়েন্দারা। তবে সিবিআইয়ের এই আবেদন নিয়ে নতুন কৌতূহল ও জল্পনা শুরু হয়ে গিয়েছে।
আরজি করের ঘটনা নিয়ে গত সোমবার সুপ্রিম কোর্টে একটি স্ট্যাটাস রিপোর্ট পেশ করেছে সিবিআই। তার পর প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় জানিয়ে দিয়েছেন, আগামী সোমবার ফের একটি স্ট্যাটাস রিপোর্ট পেশ করতে হবে কেন্দ্রীয় তদন্ত এজেন্সিকে। সলিসিটর জেনারেল তুষার মেটাকে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেন, আরও প্রায় দশ দিন পেয়ে গেলেন। সোমবার ফের রিপোর্ট জমা দিন।
এর অর্থ ছিল পরিষ্কার। সুপ্রিম কোর্ট পরিষ্কার বুঝিয়ে দিয়েছে, আরজি করের ঘটনা নিয়ে সিবিআইয়ের তদন্তের অগ্রগতির উপর সর্বোচ্চ আদালত নজর রাখছে। যাকে বলা যায় কোর্ট মনিটরড তদন্ত।
শুক্রবার আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে শিয়াদহ কোর্ট তথা সিবিআই বিশেষ আদালতে পেশ করা হয়। সেই সময়েই সিবিআইয়ের তরফে আদালতে বলা হয়েছে, এই তদন্তের উপর সর্বোচ্চ আদালত নজর রাখছে। সুপ্রিম কোর্টে শুনানির সময়ে স্ট্যাটাস রিপোর্টও পেশ করা হয়েছে। এই আবেদনের (রিমান্ড নোট) সঙ্গে আর একটি মুখ বন্ধ খামে আবেদন জমা দেওয়া হল আদালতে। মহামান্য আদালত যেন তা বিবেচনা করে সিবিআইকে জানায়। কারণ, তার উপরই পরবর্তী তদন্তের লাইন নির্ভর করবে।
এরই পাশাপাশি আরজি কর কাণ্ডে সন্দীপ ঘোষের নারকো টেস্টের জন্য আবেদন করেছে সিবিআই। তা ছাড়া অভিজিৎ মণ্ডলের পলিগ্রাফ টেস্টও সিবিআই করতে চায়। সেই দুই আবেদন এখন হাইকোর্টে ঝুলে রয়েছে। তবে সিবিআই তদন্তের লাইন নিয়ে এদিন যা বলেছে, তা কৌতূহল অনেকটাই বাড়িয়ে দিয়েছে। দেখা যাক, আদালত তাদের অনুমতি দেয় কিনা।