শেষ আপডেট: 10th September 2024 18:24
দ্য ওয়াল ব্যুরো: মাস পেরোলেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে কাউন্টডাউন। কিন্তু চলতি বছরে রাজ্যবাসীর মনে পুজো নিয়ে উন্মাদনায় কিছুটা হলেও ভাটা পড়েছে। আরজি করে পড়ুয়া চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় তোলপাড় রাজ্য। শুধু রাজ্য বললে ভুল হবে বাংলা ছাড়িয়ে সুবিচারের আশায় দেশের বিভিন্ন প্রান্তে চলছে বিক্ষোভ। এমন পরিস্থিতিতে পুজোকেই ‘প্রতিবাদের অস্ত্র’ করে আন্দোলন চালিয়ে যাওয়ার ভাবনা রাজ্যের একাধিক পুজো কমিটির।
দীর্ঘ এক মাসের বেশি সময় কেটে গেলেও আরজি কর কাণ্ডের কোনও সুরাহা হয়নি। তবে রাজ্যের একাধিক পুজো কমিটির উদ্যোক্তাদের মতে চলতি বছরে উৎসবের মেজাজ ভুলে মণ্ডপগুলিকে প্রতিবাদের মঞ্চ হিসাবে ব্যবহার করা হবে। আর সেগুলিকে এমনভাবে সোশ্যাল মিডিয়ায় তুলে ধরা হবে যা মুহূর্তে বিশ্বের সমস্ত প্রান্তে ছড়িয়ে পড়ে। সেইমতো পুজোয় আড়ম্বর কমিয়ে আরজি কর-কাণ্ডে আরও ঝাঁঝ বাড়ানোর কথা ভাবা হচ্ছে।
ইতিমধ্যে সমস্ত পরিকল্পনাও সাজিয়ে ফেলা হয়েছে। তবে দুর্গা প্রতিমাই হোক বা মণ্ডপ, এমনকি পুষ্পাঞ্জলির লাইন ও ভিআইপি গেটের মতো জায়গাতেও শান্তিপূর্ণভাবেই বিক্ষোভ চলবে বলে জানিয়েছেন অনেক পুজো উদ্যোক্তারাই। এছাড়া আন্দোলনের মাত্রা যাতে নতুন মোড় নেয়, সেকারণে ‘উই ওয়ান্ট জাস্টিস’ লেখা টিশার্ট পরেও দেখা যাবে একাধিক পুজো উদ্যোক্তাদের।
এছাড়া রাজ্যের বড় নেতারা যেখানে পুজো উদ্বোধন করতে যাবেন সেই সমস্ত জায়গাতেও বিক্ষোভ দেখানো হতে পারে। এর জন্য প্ল্যানমাফিক এগোতে চাইছেন পুজো উদ্যোক্তারা। তবে পুজো আসতে এখনও বেশকিছু সময় বাকি। তার আগে পুজো উদ্যোক্তাদের পরিকল্পনা কতখানি বাস্তবায়িত হয় সেদিকে নজর থাকবে।