শেষ আপডেট: 3rd September 2024 19:25
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: কয়েকদিন আগেই রায়গঞ্জের এক চিকিৎসক তাঁর প্রেসক্রিপশনে আরজি করের ঘটনায় দোষীদের শাস্তি দাবিতে ছাপ লাগাচ্ছিলেন। এবার হোম ডেলিভারির বিলে উঠে এল আরজি করের ঘটনার দোষীদের শাস্তির দাবি।
ব্যান্ডেলের নারায়ণপুর কলোনির বাসিন্দা সুচিস্মিতা ভট্টাচার্য ও প্রবীর ভট্টাচার্য গত তিন বছর ধরে ক্লাউড কিচেন চালান। অনলাইনের মাধ্যমে খাবার সরবরাহ করেন তাঁরা। দিনরাত এক করে মানুষের কাছে হরেক স্বাদের খাবার পৌঁছে দেওয়ার কাজ করে চলেছেন। বছর ছয়েক আগে বাড়ি বাড়ি খাবার পৌঁছে দেওয়ার কাজ শুরু করেছিলেন। গত তিন বছর ধরে অনলাইনের ফুড ডেলিভারি অ্যাপের মাধ্যমে তার ব্যবসায় পরিধি বাড়িয়েছেন। সম্প্রতি আরজি করার ঘটনায় তোলপাড় চলছে গোটা রাজ্যে।
সুচিস্মিতাও এই প্রতিবাদে সামিল হওয়ার ইচ্ছা প্রকাশ করেন। তবে তিনি যেহেতু খাদ্য সরবরাহ করেন তার জন্য গোটা দিন ব্যস্ত থাকতে হয়।তাই প্রতিবাদ মিছিলে বা সভায় হাজির হতে পারেন না। তবে প্রতিবাদ নানা ভাবে করা যায় সেটাই দেখালেন তিনি। বহুজাতিক খাদ্য সরবরাহকারী সংস্থার মাধ্যমে তিনি হোম ডেলিভারি করেন। খাবারের বিলে বিচার চেয়েছেন। সেই বিল পৌঁছে যাচ্ছে বাড়ি বাড়ি। নিজে উপস্থিত না থেকেও প্রতিবাদের আওয়াজ পৌঁছে দিচ্ছেন জন মানসে।
বিলে লেখা রয়েছে "উই ওয়ান্ট জাস্টিস ফর আরজিকর"। আরও লেখা, 'সরব হন আপনিও, বিচার চায় তিলোত্তমা।' তাঁর এই অভিনব প্রতিবাদকে স্বাগত জানিয়েছে খাদ্য সরবরাহের সঙ্গে যুক্ত যুবকরাও। মানুষের বাড়িতে বাড়িতে সহজেই পৌঁছে যাচ্ছে তিলোত্তমার বিচারের আওয়াজ। সেই বিল ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে। ইতিমধ্যেই অনেকেই এই ধরনের প্রতিবাদকে স্বাগত জানিয়েছেন।
সুচিস্মিতা বলেন, "আমার ক্লাউড কিচেনের ব্যবসা। তাই প্রতিবাদটা বিলে লিখে করছি। যেদিন আরজি করের ঘটনাটা ঘটল সেদিন থেকেই প্রতিবাদের কথা মাথায় আসে। আমার ছেলে প্রথম এইভাবে ভাবতে বলেছিল। এখন আমার খাবার যেখানে যেখানে ডেলিভারি হচ্ছে সেখানেই প্রতিবাদের বার্তা নিয়ে পৌঁছে যাচ্ছে এই বিল।"