শেষ আপডেট: 15th September 2023 09:21
দ্য ওয়াল ব্যুরো: পুরনো অধ্যক্ষর বদলে দিন দুয়েক আগেই কাজে যোগ দিয়েছেন নতুন অধ্যক্ষ। সরকারি নির্দেশিকা মেনে কাজেও যোগ দিয়েছেন। কিন্তু তাঁকে ঘিরে যেভাবে নিত্যদিন অশান্তি চলছে আর জি করে (R G Kar Hospital turmoil), তাতে তিনি হাজার চেষ্টা করেও নিজের অফিসে ঢুকতে পারেননি। কাজ যোগদানের তিনদিন পরেও সুপারের কার্যালয়ে বসে কাজ করছেন নতুন অধ্যক্ষ। আর এদিকে পড়ুয়াদের বিক্ষোভে প্রায়দিনই রণক্ষেত্রের চেহারা নিচ্ছে কলকাতার অন্যতম বড় সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল। নানারকম টালবাহানার জেরে ব্যাহত হচ্ছে মেডিকেল কলেজের প্রশাসনিক কাজকর্মও।
কয়েকদিন আগেই আর জি কর মেডিকেল কলেজের অধ্যক্ষের পদ থেকে সরানো হয়েছে সন্দীপ ঘোষকে। সেই নিয়েই বিক্ষোভ দেখাচ্ছেন একদল পড়ুয়া-চিকিৎসক। তাঁকেই আবার অধ্যক্ষের পদে পুনর্বহালের জন্য নির্দেশিকা জারি করার দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা। এর পাশাপাশি এই বিক্ষোভে যোগ দিয়েছেন কলেজের কয়েকজন প্রাক্তনী ও হাউসস্টাফও।
এদিকে বুধবার তাঁদের মধ্যে থেকেই মোট ১৩ জনের বিরুদ্ধে র্যাগিংয়ের অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ হন আরজিকর কলেজের মানিকতলা হস্টেলের প্রথম ও দ্বিতীয় বর্ষের ছাত্রদের একাংশ। শুধু তাই নয়, সন্দীপ-ঘনিষ্ঠ এক মহিলা ডাক্তারি পড়ুয়ার বিরুদ্ধেও র্যাগিংয়ের অভিযোগ এনেছেন মহিলা হস্টেলের কয়েকজন পড়ুয়া।
সবমিলিয়ে কবে আর জি করের এই অচলাবস্থা কাটবে, তা নিয়ে ধন্দে কমবেশি সবাই। অধিকাংশ ডাক্তারি পড়ুয়াই বিষয়টি নিয়ে প্রকাশ্যে মুখ খুলেছেন। তাঁরা বলছেন, সমস্যা মিটিয়ে কলেজে শান্তির পরিবেশ ফিরে আসুক। কিন্তু সেই শান্তি ঠিক কবে ফিরবে, তা কেউই নিশ্চিতভাবে বলতে পারছেন না। তাই আপাতত উপর মহলের ভরসাতেই বসে আছেন তাঁরা। এখন দেখার, কবে এই ডামাডোল মেটাতে প্রশাসনের তরফে হস্তক্ষেপ করা হয়।