শেষ আপডেট: 17th May 2023 15:39
দ্য ওয়াল ব্যুরো: আরজি কর (R G Kar Hospital) হাসপাতালের পাশের গুদামে বিরাট আগুন (fire caught beside R G Kar)। একটি কাগজের গুদামে আচমকাই লেগে যায় আগুন (fire)। এই ঘটনায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য।
ঘটনাস্থলে ইতিমধ্যেই উপস্থিত হয়েছে দমকলের ৫টি ইঞ্জিন। কাজ চলছে আগুন নেভানোর। এখনও পর্যন্ত কোনওরকম হতাহতের খবর মেলেনি এই ঘটনায়।
বুধবার সন্ধে ৬. ৪৫ নাগাদ আচমকাই আগুন লেগে যায় আর জি কর হাসপাতালের পাশে শ্যামাচরণ মুখার্জী রোডের উপর একটি কাগজের গুদামে। ওই গুদাম কাগজ সহ নানা দাহ্য পদার্থ থাকায় খুব দ্রুত আগুন ছড়িয়ে পড়ে বলে জানানো হয়েছে দমকলের তরফে।
সময়মতো দমকল ঘটনাস্থলে না পৌঁছালে ঘটতে পারত অনেক বড় অঘটন। এমনকি পাশেই হাসপাতাল থাকায় সেখানে কোনও ভাবে আগুন ছড়িয়ে পড়লে জীবন বিপন্ন হতে পারত রোগী থেকে চিকিৎসক সকলেরই।
প্রসঙ্গত, কিছুদিন আগেই রাজভবনের পাশেই শরাফ হাউসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাজ্যপাল থেকে মুখ্যমন্ত্রী সকলেই উপস্থিত হন সেই জায়গায়। বারবার এমন ঘটনা ঘটায় প্রশ্ন উঠছে দায় কার? হাসপাতাল বা রাজভবনের পাশে কীভাবে ঘটছে অগ্নিকাণ্ডের মতো ঘটনা? উত্তর নেই কারও কাছেই।
বার্নপুরে হাসপাতালে পর পর পুড়ে ছাই সাতটি মোটরসাইকেল! আগুনের কারণ নিয়ে ধোঁয়াশা