শেষ আপডেট: 12th August 2024 14:24
দ্য ওয়াল ব্যুরো: গৃহযুদ্ধে দীর্ণ বাংলাদেশে ভারত-বিরোধী শক্তির বিরুদ্ধে গত কয়েকদিন ধরে লুটপাট, মারধর, অগ্নিসংযোগ ছিল। এবার ১৯৭১ সালের যুদ্ধে ভারতের কাছে পাকিস্তান সেনাবাহিনীর আত্মসমর্পণের সাক্ষ্য হিসেবে থাকা মূর্তিটি ভেঙে চুরমার করা হল। উল্লেখ্য, কয়েকদিন আগেই ঢাকার বুকে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের মূর্তি গুঁড়িয়ে দেয় আন্দোলনকারীরা। কংগ্রেস নেতা শশী তারুর আজ, সোমবার আগের এবং ভেঙে ফেলা আত্মসমর্পণের সেই সাক্ষ্যবহন করা মূর্তির ছবি দিয়ে পড়শি দেশের পরিস্থিতি তুলে ধরেন।
প্রসঙ্গত, তৎকালীন পূর্ব পাকিস্তান বা অধুনা বাংলাদেশে পাকিস্তানি বাহিনীর ব্যাপক নির্যাতনের বিরুদ্ধে সেদেশের মুক্তিকামী মানুষের পাশে দাঁড়ান ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। ১৯৭১ সালে দুই সীমান্তেই ব্যাপক যুদ্ধে পরাজয় স্বীকার করে পাকিস্তান। সেই সময় তারা বাংলাদেশ ছেড়ে কোনওরকমে আত্মসমর্পণ করে পালিয়ে যায়। পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা কেড়ে নেয় বাংলাদেশের মুক্তিযোদ্ধারা। ভারত যাদের পাশে ছিল। সেই আত্মসমর্পণের দিনটিকে স্মরণীয় করে রাখতে পরবর্তীতে গড়ে তোলা হয় একটি মূর্তি।
Sad to see images like this of statues at the 1971 Shaheed Memorial Complex, Mujibnagar, destroyed by anti-India vandals. This follows disgraceful attacks on the Indian cultural centre, temples and Hindu homes in several places, even as reports came in of Muslim civilians… pic.twitter.com/FFrftoA81T
— Shashi Tharoor (@ShashiTharoor) August 12, 2024
মূল ও নষ্ট করা মূর্তির ছবি পোস্ট করে শশী তারুর লিখেছেন, মুজিব নগরে অবস্থিত শহিদ স্মারক কমপ্লেক্সে ১৯৭১ সালের এই মূর্তি ভেঙে ফেলার দৃশ্য থেকে খুবই খারাপ লেগেছে। যা ভারত-বিরোধী শক্তির কাজ। প্রতিবেশী দেশের বিভিন্ন জায়গায় ভারতীয় সাংস্কৃতিক কেন্দ্র, মন্দির এবং হিন্দুদের বাড়িতে হামলার ঘটনার পর এরকমটা ঘটল। আমরা এও শুনেছি, সেখানকার মুসলিমরাও বহু হিন্দু মন্দির ও বাড়ি রক্ষা করতে এগিয়ে এসেছেন।
এই পরিস্থিতিতে তারুর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছে অবিলম্বে দেশে আইন-শৃঙ্খলা ফেরানোর আর্জি জানান। তারুর লিখেছেন, বিক্ষোভকারীদের উদ্দেশ্য অত্যন্ত স্পষ্ট। এবার ইউনুস সরকারকে আইন-শৃঙ্খলা ফেরাতে দ্রুত পদক্ষেপ করতে হবে। সব ধর্মের মানুষকে জীবন ও সম্পত্তির নিশ্চয়তা দিতে হবে। তিরুবনন্তপুরমের সাংসদ আরও বলেন, বাংলাদেশের এই দুঃসময়ে ভারত তাদের পাশে রয়েছে। কিন্তু, এ ধরনের অরাজকতাকে কোনওভাবেই মানা যায় না।