শেষ আপডেট: 5th August 2024 13:57
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সোমবার বেলা ৩টের সময় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। চেনা সদর থেকে জানানো হয়েছে ততক্ষণ পর্যন্ত জনসাধারণকে হিংসা পরিহার করার অনুরোধ জানানো হয়েছে। সেনা সদর দেশবাসীকে বলেছে, আপনারা ধৈর্য ধরুন। সেনাপ্রধান কী বলবেন তা নিয়ে তুমুল কৌতুহল তৈরি হয়েছে পড়শি দেশে। প্রাথমিকভাবে বেলা দুটোয় ভাষণ দেওয়ার কথা হলেও এক ঘণ্টা পিছল সেনা প্রধানের ভাষণ। বেলা ৩'টায় জানাবেন বক্তব্য।
সেনাপ্রধান রবিবার রাতে এক বিবৃতি জারি করে বলেছিলেন দেশে কার্ফু জারি হয়েছে সেনাবাহিনী দেশের সংবিধান ও আইন মেনে কার্ফুতে পদক্ষেপ করবে। তিনি দেশবাসীকে বাইরে না বেরনোর আরজি জানান।
এদিকে শনিবার সেনাপ্রধান ওয়াকার উজ জামান দেশের সেনাকর্তাদের সঙ্গে দীর্ঘ বৈঠক করেছিলেন। ঢাকার বাইরে কর্মরত সেনা কর্তারা ভার্চুয়াল মাধ্যমে সেই বৈঠকে যোগ দেন। শিক্ষকের সেনা কর্তা দেশের অস্থির পরিস্থিতিতে সেনাবাহিনীর ভূমিকা ব্যাখ্যা করার পাশাপাশি বলেন সেনা যে কোন পরিস্থিতিতে জনগণের পাশে থাকবে। প্রধানের এই বক্তব্য ঘিরে বাংলাদেশে বেশ জল্পনা চলছে। এখন দেখার বেলা দু'টোয় দেশবাসীর উদ্দেশ্যে তিনি কি বলেন।