শেষ আপডেট: 8th July 2024 14:17
দ্য ওয়াল ব্যুরো: একটা বিড়ালই ব্রাজিল ফুটবলের পতনের শুরু বলে মনে করা হচ্ছে। কেউ আরও এগিয়ে বলছেন, একটা বিড়ালই সবশেষ করে দিল সাম্বা ফুটবলের। কিন্তু কীভাবে?
বেশিদিন আগের কথা নয়, ২০২২ সালের কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচের আগে আকস্মিক একটা ঘটনা ঘটেছিল। সেদিন ব্রাজিলের প্রেস কনফারেন্স ছিল। পরেরদিন ম্যাচ ছিল ক্রোয়েশিয়ার বিরুদ্ধে। ওই প্রেস কনফারেন্স শুরুর কিছু পরে দেখা যায়, ডায়াসের ওপর বসেছিল একটা ধূসর রংয়ের বেড়াল।
মুহূর্তের মধ্যে প্রেস কনফারেন্স রুমের মধ্যে একটা হইচই শুরু হয়ে যায়। সেদিন ব্রাজিলের প্রেস কনফারেন্সে কোচ তিতে আসার আগে বসেছিলেন ভিনিসিয়াস জুনিয়র। তিনি ওই বেড়ালটিকে হাসতে থাকেন। কিন্তু ব্রাজিলের মিডিয়া ম্যানেজার বেড়ালটির টুঁটি চেপে ধরে তাকে দূরে ছুড়ে ফেলে দেন। এই ঘটনার নিন্দা করেন উপস্থিত দেশ-বিদেশের সাংবাদিকরাও।
তাঁরা এর প্রতিবাদও করেছিলেন, কিন্তু ব্রাজিল ম্যানেজার ওই প্রতিবাদ ধর্তব্যের মধ্যেও আনেননি। ওই ঘটনার পরে মুসলিম রাষ্ট্র কাতার দারুণ সমালোচনা শুরু হয়ে যায়। ইসলাম ধর্মে বেড়ালকে পবিত্র প্রাণী ধরা হয়ে থাকে।
ওই সমালোচনা বন্ধ করে ব্রাজিল দল একটি স্থানীয় বেড়ালকে দত্তক নিয়েছিল, তার নাম দেয় ‘হেক্সা’। ছয় নম্বর বিশ্বকাপ খেতাবকে লক্ষ্য করার জন্যই এমন নাম দেওয়া হয়। কিন্তু ব্রাজিলের সেই দুর্দশা কাটেনি। পরেরদিনই দেখা যায় কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে হেরে গিয়েছে ব্রাজিল।
শুধু সেদিনই নয়, বেড়াল কাণ্ডের পরে ব্রাজিল মোট ১৭টি ম্যাচ খেলেছে, তারমধ্যে হেরেছেই পাঁচটি, ড্র হয়েছে সাতটি, বাকি ম্যাচে জয়। ব্রাজিল ফুটবলমহলের ধারণা, বিড়ালের কালো ছায়া থেকে বেরিয়ে আসতে পারেনি এনড্রিক ও ভিনিসিয়াসরা। যে কারণে কোপা আমেরিকাতেও উরুগুয়ের কাছে এমন করুণভাবে হেরেছে পেলের দেশ।