শেষ আপডেট: 18th December 2022 12:31
দ্য ওয়াল ব্যুরো: বিশ্বকাপ জ্বরে ভুগছে গোটা বিশ্ব। একমাস ধরে বিশ্বের নানাপ্রান্তে একটাই আলোচনা বিশ্বকাপ (Qatar World Cup 2022)। ফুটবল সমর্থকদের ভিড়ে কাতার এখন পরিপূর্ণ। ভারত বিশ্বকাপে না খেললেও ভারতের মাটিতে ফুটবল ও বিশ্বকাপ নিয়ে উন্মাদনা একটুকুও কম নেই। রবিবার বিশ্বকাপ ফাইনালের আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) মুখেও শোনা গেল ফুটবলের কথা, বিশ্বকাপের কথা! মেঘালয়ের এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলে গেলেন, 'ভারতও একদিন বিশ্বকাপ আয়োজন করবে। সেদিন বেশিদূরে নয়।'
ভারতের বিভিন্ন কোণায় আলোচনার কেন্দ্রে রয়েছে বিশ্বকাপ। কার মাথায় উঠবে শ্রেষ্ঠত্বের শিরোপা, সেই নিয়ে তুমুল আলোচনা চলছে। অলিগলি সেজে উঠেছে প্রিয় দল ও খেলোয়াড়দের পতাকা ও ছবিতে। এই আবহে মোদীর মুখে যেন সেই বিশ্বকাপের সুর।
মেঘালয়ের রাজধানী শিলংয়ে এক ফুটবল মাঠে অনুষ্ঠিত জনসভায় ভাষণ দিতে গিয়ে মোদী বলেন, 'আজ যখন ফুটবল বিশ্বকাপের ফাইনাল হতে চলেছে, তখন আমি এই ফুটবল মাঠে সভা করছি। খুব বেশিদিন আর বিদেশি দলের জন্য গলা ফাটাতে হবে না ভারতবাসীকে। শিগগিরই নিজের দেশের জন্য উল্লাস করবেন তারা। আমরাও এমন ধরণের আন্তর্জাতিক ম্যাচের আয়োজন করব।'
শুধু তাই নয়, এদিনের সভা থেকে বিরোধীদের লালকার্ড দেখিয়েছেন মোদী। বক্তৃতায় তিনি বলেন, 'ফুটবল মাঠে যদি কোনও খেলোয়াড় নীতি বিরুদ্ধ আচরণ করেন তবে তাঁকে লাল কার্ড মাঠ থেকে বের করে দেওয়া হয়। তেমনই আমরা (পড়ুন বিজেপি) গত আটবছরে উত্তর-পূর্ব ভারত থেকে দুর্নীতি, অনুন্নয়নকে লালকার্ড দেখিয়েছি।'
মোদীর কথা মতো যদি সত্যিই ফুটবল বিশ্বকাপ ভারতে অনুষ্ঠিত হয় তবে তা ইতিহাস হবে। সেই বিশ্বকাপে খেলবে ভারত। দেশবাসী সেই ভারতের হয়ে গলা ফাটাবেন। স্টেডিয়ামে স্টেডিয়ামে উড়বে তেরঙা, বাজবে, 'জন-গণ-মন…'।