শেষ আপডেট: 28th June 2023 09:04
দ্য ওয়াল ব্যুরো: সবুজ মেরুনে ফের চমক। এবার অস্ট্রেলিয়ার বিশ্বকাপার জেসন কামিন্সকে তিন বছরের চুক্তিতে নিল মোহনবাগান। রেকর্ড অর্থে এই বিদেশি স্ট্রাইকারকে নিয়েছেন কর্তারা।
কামিন্সকে দলে চেয়েছিলেন একাধিক আইএসএল দল। কিন্তু তিনি যে সবুজ মেরুনের জালে ধরা দেবেন, বোঝা যায়নি। বর্তমানে সেন্টার কোস্ট মেরিনার্সের হয়ে খেলেন কামিন্স। সেখান থেকেই কলকাতার গোষ্ঠপাল সরণীর ক্লাবে আসছেন।
সম্প্রতি কাতার বিশ্বকাপে খেলেছেন এই অস্ট্রেলিয়ান ফুটবলার। সেইসময় তাঁর এজেন্টের সঙ্গে কথা হয় মোহন কর্তাদের। কামিন্সের এজেন্ট ট্রান্সফার ফি চেয়েছিলেন, সেটি দিতেও রাজি হন কর্তারা।
বুধবার সই করার পরে কামিন্স বলেছেন, ‘গত কয়েক বছর ধরেই আমি ভারতীয় ক্লাব ফুটবলে নজর রেখেছিলাম। মোহনবাগান সম্পর্কেও আমি জানতাম। তবে যখন তারা প্রস্তাব দেয়, তখন আমি খোঁজখবর করতে শুরু করি। মোহনবাগান যে আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে, সেটিও জানতে পারি, তখনই আমি ভারতে আসতে ইচ্ছেপ্রকাশ করি। এই ক্লাবের একটা দীর্ঘ ইতিহাসও রয়েছে। সেটি দেখেও আমার ভাল লেগেছে।’
এর আগে মোহনবাগানে অজি তারকাদের মধ্যে খেলে গিয়েছিলেন টোলগে ওজবে। তিনিও ভালমানের তারকা ছিলেন। এশীয় কোটাতেই কামিন্স দলে এসেছেন। তিনি এবার কাতারে আর্জেন্টিনার বিরুদ্ধে ম্যাচেও খেলেছেন। খেলা শেষে লিওনেল মেসির সঙ্গে জার্সি বিনিময়ও করেন। সেই তারকা ময়দানে আসা মানে বিরাট ব্যাপার। সবুজ মেরুন সমর্থকরা আশায় থাকতেই পারেন।
কামিন্স আসায় মোহনবাগানের আক্রমণভাগ আরও শক্তিশালী হল। এর আগে এসেছিলেন দিমিত্রি পেত্রাতোস, সাদিকুরা। কামিন্স এসে যাওয়ায় বিপক্ষ কোচের রাতের ঘুম চলে যাওয়ার কথা।