শেষ আপডেট: 10th January 2023 06:09
দ্য ওয়াল ব্যুরো: কাতার বিশ্বকাপের (Qatar World Cup 2022) ফাইনাল যেন কিছুতেই ভুলতে পারছেন না তিনি। টানা দু'বার দেশকে বিশ্ব চ্যাম্পিয়ন করার স্বপ্ন শেষ হয়েছিল টাইব্রেকারে হারে। ২০১৮ সালে তাঁর অধিনায়কত্বেই ফ্রান্স বিশ্বকাপ জিতেছিল, সেই হুগো লরিস (Hugo Lloris) কাতারে পারলেন না। সেই দুঃখ থেকেই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর (retire from international football) নেওয়ার সিদ্ধান্ত নিয়েই ফেললেন ৩৬ বছর বয়সি লরিস।
বিশ্বকাপ পেরিয়ে ফ্রান্স এখন ইউরো কাপের প্রস্তুতি শুরু করে দিয়েছে। এমন সময়ই দলের দায়িত্ব নতুনদের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিলেন অভিজ্ঞ এই গোলকিপার। তাঁর অবসর নেওয়ার সময়টা খুবই তাৎর্যপূর্ণ বলে মনে করছে আন্তর্জাতিক মহল।
২০০৮ সালে উরুগুয়ের বিরুদ্ধে দেশের হয়ে প্রথম মাঠে নেমেছিলেন তিনি। তারপর নদী দিয়ে অনেক জল গড়িয়ে গেছে। তেকাঠির নীচে বারবার নিজেকে প্রমাণ দিয়েছেন হুগো। দেশকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি।
ফ্রান্সের হয়ে ১৪৫টি ম্যাচ খেলেছেন হুগো। যার মধ্যে ১২১টি ম্যাচে তিনি ছিলেন নেতৃত্বের দায়িত্বে। প্রায় ১৪ বছর দেশের হয়ে গোল আগলেছেন। সেই হুগো দেশের হয়ে আর খেলবেন না। তবে ক্লাব ফুটবল এখনও খেলে যাবেন তিনি আর কয়েক বছর।
হুগোর জায়গায় কে সামলাবেন ফ্রান্সের গোল? লরিস তাঁর পছন্দের কথাও জানিয়ে দিলেন। তাঁর পছন্দের তালিকায় রয়েছেন মাইক মিনঁর। কিন্তু উল্লেখযোগ্য হল, দলের অধিনায়ক কে হবেন? দিদিয়ার দেশঁ কি নেতৃত্বের ভার এবার এমবাপের হাতে তুলে দেবেন? এইসব প্রশ্নের উত্তর পেতে অপেক্ষা করতে আর কয়েকদিন।