শেষ আপডেট: 16th December 2022 18:21
কাতার
কাতারে (Qatar world cup 2022) এসেও দেখেছি, প্রথমটি বুঝতে পারেনি। কিন্তু যত দিন গিয়েছে মানসিক বন্ধনটা কোথাও যেন আলগা লেগেছে। কাতারের কোনও মানুষকে সৌদি আরব নিয়ে প্রশ্ন করেছি, ইচ্ছে করেই অন্য প্রসঙ্গে চলে গিয়েছেন। আবার ওমানকে সুন্দর শহর অ্যাখ্যা দিতে কাতারের লোকজন এও বলেছেন, ‘আমাদের দেশটি মনে হয় এখনও ভাল করে দেখে উঠতে পারেননি? যদি পারতেন তা হলে এটি বলতেন না।’
একই মহাদেশের মধ্যে অনেকগুলি মুসলিম প্রধান দেশ। তাও নিজেদের মধ্যে একটা অন্যরকম সম্পর্ক রয়েছে (Football gave Arab unity। কারও ভাল অন্য দেশ যেন দেখতে পারে না। তার মধ্যে কাতারের উত্থান ঘটেছে রকেটের গতিতে। সেখানে অন্য দেশগুলি অনেক পিছিয়ে গিয়েছে আর্থিক ভারসাম্য ঠিক রাখতে না পেরে। কাতারে জনসংখ্যাও নিয়ন্ত্রন হয়। তাই ভিসা দেওয়ার ক্ষেত্রে বিদেশিদের অনেক বাধার সম্মুখীন হতে হয়।
চলতি বিশ্বকাপে কয়েকটি অপ্রত্যাশিত জয় আরবদের পারস্পরিক বিভেদ মুছে দিয়েছে। শুরুতেই সৌদি আরব আর্জেন্টিনাকে, তিউনিসিয়া ফ্রান্সকে ও মরক্কো বেলজিয়ামকে হারিয়ে শোরগোল ফেলে দিয়েছিল। মরক্কোর সাফল্যে কাতারও অনুপ্রাণিত। শুধু তাই নয়, আরবের সংস্কৃতি তারা বজায় রাখে বলেই মরক্কোর যতই আফ্রিকান দেশ হোক না কেন, তারা তাদের এহেন সাফল্যেও উচ্ছ্বসিত। না হলে মোট দু’লক্ষ মরক্কানকে ভিসা দিয়েছে কাতার সরকার।
মরক্কোর কোচ ওয়ালিস রেগরাগুও বলেছেন, কাতারে খেলতে এসে মনে হয়েছে আমাদের ঘরের মাঠে খেলেছি। আমাদের হৃদয় দিয়ে সমর্থন করেছেন এখানকার মানুষ। ফাইনালে উঠলে আরও উৎসাহ নিয়ে তাঁরা লুসেইলও আসতেন।
মরক্কোর বিজয়ের পরে আরব শিশুরাও রাস্তায় নেমে উল্লাস করেছে। দেখা গিয়েছে ফিলিস্তিন পতাকা ওড়াতে। সৌভ্রাতৃত্ব নিয়ে এসেছে ফুটবলই। স্পেনের লা লিগায় খেলা গোলরক্ষক বুনু এখন আরব যুবকদের রোল মডেল হয়ে উঠেছেন। এমনকি মায়ের ভালবাসাকে শক্তি বানানো আসরফ হাকিমিও। তাঁরও স্ত্রী স্প্যানিশ মডেল। তাঁকেও সমানভাবে ভালবেসেছেন কাতারের মানুষ।
এও এখানে দেখা গিয়েছে, মরক্কোর খেলার দিন কাতারে দ্রুত সরকারী প্রতিষ্ঠানগুলিতে ছুটি দিয়ে দেওয়া হয়েছে। এমনিতেই কাতারে এই মুহূর্তে স্কুল কলেজগুলিতে শীতকালীন ছুটি। আর যেহেতু দেশে বিশ্বকাপের মহাযজ্ঞ চলছে, যে কারণে একটা সর্বত্রই ছুটি-ছুটি ভাব। তার মধ্যে মরক্কো ফুটবলের উত্থানে এই দেশের মানুষজনেরাও গর্বিত হয়েছেন।
ফাইনালে আর্জেন্টিনা পরবে ‘লাকি’ হোম জার্সি, ১৯৭৮, ১৯৮৬-র পরে ইতিহাস ফিরবে এবারও!