কাতারে জয়ী আর্জেন্টিনা দল।
শেষ আপডেট: 19th June 2024 20:25
দ্য ওয়াল ব্যুরো: কোপা আমেরিকা শুরুর আগে মেসিদের আর্জেন্টিনা শিবিরে বিনা মেঘে বজ্রপাত। কাতারে বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের তিন সদস্যের নামে নারী নির্যাতনের গুরুতর অভিযোগ উঠল।
হ্যাভিয়ের হার্নান্দেজ বোনেত নামে কলম্বিয়ার এক নামী সাংবাদিক কলম্বিয়ান রেডিও’র একটি শো’তে এই কেলেঙ্কারির বিষয়টি প্রথমে তুলে ধরেন। স্প্যানিশ পত্রিকা মার্কা-ও এই সংবাদটি তাদের প্রথম পাতায় প্রকাশ করেছে।
এই অভিযোগ ঘিরে লাতিন আমেরিকান মিডিয়া থেকে সারা বিশ্বের মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়েছে। কোপা শুরুর আগে আর্জেন্টিনা যখন গুয়েতেমালার বিপক্ষে প্রীতি ম্যাচে খেলছিল, সেইসময় ওই রেডিও খবরটি ফাঁস করেছে।
মেসিদের দলের হয়ে খেলা ওই তিন তারকা হলেন, থিয়াগো আলমাদা, অ্যাঞ্জেল কোরেয়া এবং এজেকুয়েল প্যালাসিওস। ওই সাংবাদিক জানান, সেবিস্তিয়ান ভিয়ার নামে এক ফুটবলারই নারী নির্যাতনে প্রধান ভূমিকা নেন। কিন্তু ওই বিষয়টি নিয়ে তদন্ত করতে দেখা যায়, আরও তিন ফুটবলারও যুক্ত এই ঘটনার সঙ্গে, যাঁরা আবার কাতারে বিশ্বজয়ী দলের সঙ্গেও ছিলেন।
ওই সাংবাদিক প্রতিদিনই সন্ধ্যার সময় কলম্বিয়ান রেডিওতে ফুটবল নিয়ে আলোচনা করার সময় ওই ঘটনা তুলে ধরেন। তাতে বলা হয়, পুয়ের্তো মাদেরোয় একটি নাইট ক্লাবে আর্জেন্টিনার চার ফুটবলার একটি ক্যাবারে ডান্সারকে ধর্ষণ করেছেন। যা নিয়ে বুয়েনস আয়ারসের আদালতে মামলাও চলছে।