শেষ আপডেট: 9th July 2024 23:57
দ্য ওয়াল ব্যুরো: পুরীতে রথ থেকে নীচে নামানোর সময় মাটিতে পড়ে গেল বলরামের বিগ্রহ। ঘটনায় গুরুতর জখম হয়েছেন পাঁচ সেবায়েত।
স্থানীয় সূত্রের খবর, টানা দুদিন রথযাত্রার পর সোমবার সন্ধেয় গুন্ডিচা মন্দিরে আনা হয়েছিল জগন্নাথ, বলরাম এবং শুভ্রদার রথ। নিয়ম অনুযায়ী, ২৪ ঘণ্টা রথেই রাখা হয় বিগ্রহ। মঙ্গলবার সন্ধেয় রথ থেকে বিগ্রহ আদপ মণ্ডপে নিয়ে যাওয়ার সময়ই বিপত্তি ঘটে।
প্রত্ক্ষদর্শীরা জানিয়েছেন, সমস্ত রীতি মেনে আরতির পর জগন্নাথ, বলরাম ও শুভদ্রার বিগ্রহ দুলিয়ে দুলিয়ে মন্দিরের ভিতরে নিয়ে যাওয়া হয়। তখনই আচমকা বলরামের বিগ্রহ উপর থেকে নীচে পড়ে যায়। অনেক সেবায়েতরা নীচে উপস্থিত ছিলেন। ঘটনায় পাঁচজন সেবায়েত গুরুতর জখম হন। স্থানীয় হাসপাতালে তাঁদের ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে মন্দির কমিটিরও কোনও প্রতিক্রিয়া এখনও জানা যায়নি। তবে ঘটনাকে কেন্দ্র করে শোরগোল তৈরি হয়েছে ভক্ত মহলে। কারণ, পুরীর ইতিহাসে অতীতে এরকম কোনও ঘটনার নজির নেই বলেই মনে জানা যাচ্ছে।
৫৩ বছর পর এ বার দু’দিন ধরে পুরীতে রথযাত্রা পালন করা হচ্ছে। এর আগে ১৯৭১ সালে শেষ বার দু’দিন ধরে চলেছিল পুরীর রথযাত্রা। রবিবার পুরীর গ্র্যান্ড রোডের উপর রথ যাওয়ার সময় পদপিষ্টের মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। ভিড়ের মধ্যে আচমকা হুড়োহুড়ি শুরু হয়। তাতে বেশ কয়েকজন জখমও হয়েছিলেন। প্রচণ্ড গরমে এক পুণ্যার্থীর মৃত্যুর ঘটনাওঘটেছিল। এবার রথ থেকে নামানোর সময় নীচে পড়ে গেল বলরামের বিগ্রহ! যা নিয়ে ভক্তদের মধ্যেও উৎকণ্ঠা তৈরি হয়েছে।