শেষ আপডেট: 17th January 2024 18:00
দ্য ওয়াল ব্যুরো: ২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন আটকাতে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে এলাহাবাদ হাই কোর্টে। শনিবার সেই মামলার শুনানি হতে পারে। সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্দির উদ্বোধন ও রাম লালার প্রাণ প্রতিষ্ঠা করার কথা।
আদালত সূত্রে জানা গিয়েছে, মামলায় চার শঙ্করাচার্যর বক্তব্যকে হাতিয়ার করা হয়েছে। পুরী, উত্তরাখণ্ড সহ একাধিক চার মঠের শঙ্করাচার্য অভিযোগ করেছেন, অযোধ্যায় অসম্পূর্ণ মন্দির উদ্বোধন করা হচ্ছে। এটা হিন্দু শাস্ত্র বিরোধী। সেই কারণে তাঁরা ২২ তারিখ মন্দির উদ্বোধন ও রামলালার প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান বয়কট করেছেন। অসম্পূর্ণ মন্দিরে দেবতার প্রাণ প্রতিষ্ঠা অধার্মিক কাজ হবে।
মামলায় বলা হয়েছে, রাম মন্দির উদ্বোধনের সঙ্গে গোটা দেশের ভাবাবেগ জড়িয়ে। কতিপয় লোকের হিন্দু শাস্ত্র বিরোধী কাজ হতে দেওয়া যায় না। আদালত মন্দির উদ্বোধন অনুষ্ঠানে নিষেধাজ্ঞা জারি করুক। মামলাকারী নিজেকে একজন রামভক্ত পরিচয় দিয়ে মামলা দায়ের করেছেন।