শেষ আপডেট: 24th August 2024 09:25
দ্য ওয়াল ব্যুরো: সাজার এক তৃতীয়াংশের বেশি সময় জেলে আছে এমন বিচারাধীন বন্দিদের জামিনে মুক্তি দিতে নিম্ন আদালতগুলিকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আগামী দু-মাসের মধ্যে এই প্রক্রিয়া শেষ করতে বলেছে তারা। শীর্ষ আদালতের বক্তব্য, বিচারের নামে কাউকে দিনের পর দিন জেলখানায় আটকে রাখা মানবাধিকার হরণ।
বিচারপতি হীমা কোহলি ও সন্দীপ মেহতার বেঞ্চ রায়ে এইভাবে মুক্তির দুটি শর্ত আরোপ করেছে। এক. অভিযুক্তকে প্রথমবারের অপরাধী হতে হবে। অর্থাৎ একই অপরাধে দ্বিতীয় বা তৃতীয়বারের জন্য গ্রেফতার হওয়া বন্দিদের ক্ষেত্রে এই রায় কার্যকর হবে না। দুই. খুন-ধর্ষণের মতো গুরুতর অপরাধের ক্ষেত্রেও কার্যকর হবে না এই রায়।
বেঞ্চ জেল কর্তৃপক্ষকে বলেছে, বন্দিদের মধ্যে যারা প্রথমবার অপরাধী এবং সাজার এক তৃতীয়াংশের বেশি সময় জেলে আছে তাদের তালিকা নিম্ন আদালতে পেশ করতে। আদালত রাজ্য সরকারগুলিকে বলেছে, দু মাস পর এই ব্যাপারে স্টেটাস রিপোর্ট আদালতে জমা দিতে।
প্রসঙ্গত, মানবাধিকার সংগঠনগুলি দীর্ঘদিন ধরেই এই দাবি জানিয়ে আসছিল যে বিনা বিচারে আটক মানবাধিকার হরণের ভয়ঙ্কর নজির গড়ে তুলেছে। জেলগুলিতে যত বন্দি থাকার কথা আছে তার দুই থেকে তিনগুণ। ফলে চরম অসাস্থ্যকর পরিবেশে থাকতে হচ্ছে বন্দিদের।