শেষ আপডেট: 27th July 2024 15:52
দ্য ওয়াল ব্যুরো: সংশোধনাগারে মৃত্যুতে তুলকালাম কাণ্ড। দমদম সংশোধনাগারে এক বন্দির মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলেছে পরিবার। তা নিয়েই জেলের গেটে বিক্ষোভ দেখায় সংশোধনাগারের সদস্যরা।
চিকিৎসার অভাবে খুনের মামলার এক বিচারাধীন বন্দির মৃত্যু হয়েছে দমদম সংশোধনাগারে। মৃত যুবকের নাম রাজ দত্ত। মৃতের পরিবারের বক্তব্য, জেল থেকে শনিবার সকালে খবর দেওয়া হয় যে বছর কুড়ির রাজের মৃত্যু হয়েছে। এরপরই ক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্যরা। অভিযোগ, জেলে চিকিৎসার অভাবে মৃত্যু হয়েছে যুবকের।
পুলিশ সূত্রের খবর, চলতি বছর ২৮ এপ্রিল বাগুইআটির অর্জুনপুরের একটি খুনের ঘটনায় ১৯ জন-সহ রাজকে গ্রেফতার করে করা হয়। পুলিশ হেফাজতের পর জেল হেফাজতে পাঠানো হয় তাঁদের। বিচার প্রক্রিয়া চলাকালীন দমদম সংশোধনাগারে বন্দি ছিলেন তাঁরা ।
কয়েকদিন আগে সংশোধনাগারে রাজের শরীর খারাপ হয়। পরিবারের তরফে আদালতে বিষয়টি জানানো হয়। আদালত থেকে সেই সংক্রান্ত কাগজ সংশোধনাগারে আসলেও জেলার বিষয়টিকে পাত্তা দেননি বলে অভিযোগ পরিবারের। এরপরই শনিবার পরিবারকে ফোন করে বন্দির মৃত্যুর খবর দেওয়া হয়।
সঠিক সময়ে হাসপাতালে না নিয়ে যাওয়ার কারণেই রাজের মৃত্যু হয়েছে, এমনই প্রশ্ন উঠেছে। আদালত নির্দেশ দেওয়ার পর জেলে ঠিক মতো চিকিৎসা হত না, এই অভিযোগে সংশোধনাগারের গেটে তুলকালাম কাণ্ড বেঁধে যায়।