শেষ আপডেট: 12th July 2024 20:06
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: মাওবাদী বন্দি অর্ণব দামের পিএইচডি নিয়ে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সদিচ্ছা রয়েছে। অকারণে জলঘোলা করা হচ্ছে এই বিষয়ে। শুক্রবার সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড:গৌতম চন্দ্র।
তিনি বলেন, "মাওবাদী বন্দি অর্ণব দামের পিএইচডি নিয়ে আমরা রাজ্য সরকারের উত্তর পেয়ে যাব বলে আশা করছি। শুনেছি সরকারও এটাই চাইছে। তবে বিশ্ববিদ্যালয়ের পক্ষে কাউকে নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। সেই পরিকাঠামোও নেই।তাঁর নিরাপত্তার দায়িত্ব জেল কর্তৃপক্ষ নেবেন। দ্বিতীয়ত কারা দফতরের বক্তব্য জানতে চাওয়া হয়েছে। কারণ জেলের অনুমতি যথেষ্ট নয়।কোর্টের নির্দেশ আছে কিনা তা ও দেখে নেওয়া হয়েছে।"
তিনি জানান, অর্ণব দামকে ক্লাসে আসতে হবে। শুধু ইন্টারনেট মাধ্যমে জানাই নয়, লাইব্রেরিতে আসতে হবে। সেগুলিই ভাবার বিষয় ছিল। বাকি ৩৮ টি বিষয়ে পিএইচডিতে ভর্তি চলছে। কিন্তু এক নম্বরে থাকা অর্ণব দামকে বাদ দিয়ে ইতিহাসে ভর্তি প্রক্রিয়া শুরু করতে চান না বলেই সরকারের উত্তরের জন্য দু একদিন অপেক্ষা করা হচ্ছে।
তিনি বলেন, "অর্ণব দাম যেহেতু সংশোধনাগারে আছেন তাই কারা কর্তৃপক্ষের ' নো অবজেকশন ' দরকার। এটা সবাই বোঝেন। পূর্বতন উপাচার্য এই ধরণের বিষয়গুলি ইসি র দিকে ঠেলে দিতেন। সদিচ্ছা আছে বলেই আমি তা করিনি। উদ্দেশ্যপ্রণোদিতভাবে কেউ কুণাল ঘোষকে ভুল তথ্য দিয়েছেন। তাঁর প্রতি আমি শ্রদ্ধাবান।"
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত অর্ণব দাম এখন হুগলির চুঁচুড়া জেলা সংশোধনাগারে বন্দি। গত ২৯ ফেব্রুয়ারি তাঁর সাজা ঘোষণা হয়। তারপর থেকে তাঁর ঠিকানা ছিল পশ্চিম মেদিনীপুর জেল। ১৭ মার্চ থেকে অর্ণবের নতুন ঠিকানা হয় হুগলির চুঁচুড়ার সংশোধনাগার। সেখানে লাইব্রেরি আছে। সেই লাইব্রেরি থেকে বই নিয়ে অর্ণব পড়াশোনা চালান। এর আগে ইন্দিরা গান্ধী ওপেন ইউনিভার্সিটি থেকে ইতিহাসে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি পেয়েছেন অর্ণব। পিএইচডি করার সুযোগ দেওয়ার জন্য আদালতে তিনি আর্জি জানান। বিচারক তাঁর আদেশে সেই আবেদনের বিষয়টি নথিভুক্ত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তা বিবেচনা করতে বলেন। তারপরেই বর্ধমান বিশ্ববিদ্যালয়ে পিএইচডির ইন্টারভিউ দিয়ে নজরকাড়া ফল করেন তিনি। পরবর্তীতে নানা জটিলতার মুখে পড়তে হয় তাঁকে। অভিযোগের আঙুল ওঠে উপাচার্যের বিরুদ্ধে। সেই বিষয়েই এদিন নিজের অবস্থান স্পষ্ট করছেন উপাচার্য ড:গৌতম চন্দ্র।