শেষ আপডেট: 1st July 2024 13:48
দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: জেল হেফাজতে মৃত্য়ুর ঘটনায় তুমুল চাঞ্চল্য ইসলামপুর থানার দুর্গাপুর এলাকায়। মৃত ব্যক্তির নাম মন্তাজ শেখ। বাড়ি দুর্গাপুর এলাকাতেই।
পরিবার সূত্রে জানা গেছে, গত বুধবার ইসলামপুর থানার পুলিশ স্থানীয় এক মাদক বিক্রেতার বাড়িতে অভিযান চালায়। আর সেই বাড়িতেই তখন মন্তাজ শেখ হেরোইন কেনার জন্য গিয়েছিলেন। তাঁকে আটক করে ইসলামপুর থানার পুলিশ। নিয়ে যাওয়া হয় ইসলামপুর থানায়।
আদালতে তোলা হলে বিচারক তাঁকে জেল হেফাজতে রাখার নির্দেশ দেন। তারপর থেকে লালবাগ মহকুমা সংশোধনাগারে ছিলেন মন্তাজ। পুলিশ হঠাৎই পরিবারের লোকজনকে জানায়, জেলে মৃত্যু হয়েছে তাঁর।
পরিবারের দাবি, থানায় নিয়ে বেধড়ক মারধর করা হয় তাঁকে। এমনকী আদালতে না পাঠিয়ে থানার মধ্যেই দুদিন ধরে বন্দি করে রাখা হয়। শুক্রবার পাঠানো হয় কোর্টে। মন্তাজের মৃত্যুর বিচার চেয়ে তাঁরা আদালতের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। পুলিশ অবশ্য দাবি করেছে, শারীরিকভাবে অসুস্থ ছিলেন মন্তাজ। থানায় আনার পরেই অসুস্থ হয়ে পড়েছিলেন। অসুস্থতাতেই মারা গেছেন। মারধরে মৃত্যু হয়নি।