শেষ আপডেট: 19th December 2023 14:04
দ্য ওয়াল ব্যুরো: বিশ্বের সেরা ৫০টি শিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় নামই নেই ভারতের একটি প্রতিষ্ঠানেরও। বক্তা, দেশের রাষ্ট্রপতি দ্রৌপদ্রী মুর্মু।
সোমবার আইআইটি খড়গপুরের ৬৯তম সমাবর্তন অনুষ্ঠানের ভাষণে একথা বলেন রাষ্ট্রপতি। খেদের সুরে তিনি বলেন, “বিশ্বের সেরা ৫০টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে দেশের একটি প্রতিষ্ঠানেরও নাম নেই। আমাদের এটা নিয়ে ভাবতে হবে।”
শিক্ষার মানোন্নয়নে র্যাঙ্কিংয়ের চেয়ে ভাল শিক্ষার প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে রাষ্ট্রপতি বলেন, “র্যাঙ্কিংয়ের দৌড় একটি ভাল শিক্ষার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ নয়। কিন্তু ভাল র্যাঙ্কিং শুধু সারা বিশ্ব থেকে শিক্ষার্থী এবং ভাল শিক্ষকদের আকর্ষণ করে না বরং দেশের সুনামও বাড়ায়।”
এ ব্যাপারে আইআইটি খড়গপুরের মতো প্রতিষ্ঠানগুলিকে প্রযুক্তির ক্ষেত্রে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, “আইআইটি খড়গপুর দেশ বিদেশের অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে বিভিন্ন কাজ করছে৷ এর মাধ্যমে আন্তর্জাতিক স্তরে আইআইটি খড়গপুরের সুনাম আরও প্রতিষ্ঠিত হবে।”
তিনি বলেন, "আমরা বিশ্বাস করি যে প্রত্যেকেরই প্রযুক্তির অধিকার থাকা উচিত। আমরা বিশ্বাস করি যে প্রযুক্তির ব্যবহার সমাজে বৈষম্য বাড়ানোর পরিবর্তে সামাজিক ন্যায়বিচার ও সমতা বৃদ্ধির জন্য হতে হবে।" তিনি ডিজিটাল পেমেন্ট সিস্টেমের উদাহরণ তুলে ধরেন, কীভাবে প্রযুক্তি জীবনকে সহজ করে তুলেছে, এমনকি ক্ষুদ্র ব্যবসায়ীদেরও উপকৃত করেছে।
রাষ্ট্রপতিকে আশ্বস্ত করে সমাবর্তন অনুষ্ঠানে আইআইটি খড়পুরের ডিরেক্টর ভি কে তেওয়ারি বলেন, “ ২০৩০ সালের মধ্যে আইআইটি খড়গপুর বিশ্বের সেরা ১০টি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে থাকবে।”