শেষ আপডেট: 25th May 2023 08:36
দ্য ওয়াল ব্যুরো: নয়া সংসদ ভবন উদ্বোধন (inauguration new parliament building) বিতর্ক পৌঁছে গেল সুপ্রিম কোর্টে (Supreme court)। দেশের শীর্ষ আদালতে বৃহস্পতিবার জনস্বার্থের মামলা দায়ের করে দাবি করা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নন, নতুন সংসদ ভবন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে (Draupadi Murmu) দিয়ে উদ্বোধন করানো হোক। আদালত এই ব্যাপারে হস্তক্ষেপ করুক।
মামলাটি দায়ের করেছেন আইনজীবী সিআর জয়া সুকিন। জনস্বার্থের মামলায় তিনি বলেছেন, ১৮ মে লোকসভা সচিবালয়ের জারি করা বিজ্ঞপ্তি এবং নতুন সংসদের ভবনের উদ্বোধন অনুষ্ঠানের জন্য লোকসভার মহাসচিবের জারি করা আমন্ত্রণপত্রগুলি সংবিধান বিরুদ্ধ পদক্ষেপ। প্রসঙ্গত, লোকসভার সচিবালয় ১৮ মে বিজ্ঞপ্তি দিয়ে জানায়, ২৮ মে রবিবার নয়া সংসদ ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই মতো সংসদের দুই কক্ষের সদস্যদের আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে লোকসভার মহাসচিব তথা সেক্রেটারি জেনারেলের তরফে।
মামলায় বলা হয়েছে, ‘রাষ্ট্রপতি ভারতের প্রথম নাগরিক এবং সংসদের প্রধান। দেশের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রাষ্ট্রপতির নামে প্রচার করা হয়। কারণ তিনি সংবিধানের রক্ষক। তাই তাঁকে দিয়েই সংসদ ভবনের উদ্বোধন করানো উচিৎ।’
বৃহস্পতিবার মামলাটি শীর্ষ আদালতে নথিভুক্ত হয়েছে। মামলাটির ব্যাপারে আদালত কোনও পদক্ষেপ করেনি। সুপ্রিম কোর্টে এখন গরমের ছুটি চলছে। অবকাশকালীন বেঞ্চ মামলাটি শুনবে কি না, তা এখনও স্পষ্ট হয়নি। সাধারণত, সংসদের বিষয়ে আদালত হস্তক্ষেপ করতে চায় না। প্রধানমন্ত্রীকে দিয়ে সংসদ ভবন উদ্বোধনের সিদ্ধান্ত নিয়েছেন লোকসভার স্পিকার ওম বিড়লা। অর্থাৎ আইনত প্রধানমন্ত্রীকে দিয়ে উদ্বোধনের সিদ্ধান্ত সরকারের নয়, লোকসভার স্পিকারের। তবে মামলায় যেহেতু সংবিধান লঙ্ঘনের কথা বলা হয়েছে তাই মামলাটি শুনতে পারে আদালত।
মোদীর হাতে নয়া সংসদ ভবন উদ্বোধনে থাকবে না ২০ দল, থাকবে ১৯ পার্টি