শুক্রবার রাতে মুম্বইয়ে আম্বানিদের বাড়ি অ্যান্টিলায় আরএসএস প্রধান মোহন ভাগবত, সঙ্গে মুকেশ, নীতা ও অনন্ত।
শেষ আপডেট: 29th June 2024 11:05
দ্য ওয়াল ব্যুরো: রিলায়েন্স সাম্রাজ্যের সম্রাট মুকেশ আম্বানি ও নীতা আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানিকে আশীর্বাদ দিয়ে গেলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রধান মোহন ভাগবত। গত কয়েক মাস ধরে অনন্ত ও ব্যবসায়ী-পুত্রী রাধিকা মার্চেন্টের বিয়ের অনুষ্ঠান ঘিরে আলোচনার রামধনুতে আরব সাগরের জল রঙিন হয়ে উঠেছে। এবার সেই স্রোতেও নাড়া লাগিয়ে দিয়ে গেলেন আরএসএস প্রধান। হবু দম্পতিকে নৈশভোজে এসে আশীর্বাদ করে গেলেন সঙ্ঘ-প্রধান। সৌজন্য সাক্ষাৎ হলেও এর পিছনে রাজনৈতিক কারণও আছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
শুক্রবার রাতে মুম্বইয়ে আম্বানিদের প্রাসাদ অ্যান্টিলায় একটি প্রাকবিবাহ নৈশভোজের আয়োজন করা হয়। সেখানেই প্রধান নিমন্ত্রিত ছিলেন মোহন ভাগবত। চিত্রগ্রাহক বরেন্দ্র চাওলা একটি ভিডিও পোস্ট করেছেন। যাতে দেখা যাচ্ছে, নৈশভোজের পর ভাগবতকে বিদায় জানাতে গাড়ির সামনে এসেছেন খোদ রিলায়েন্স কর্তা-গিন্নি।
মুকেশ আম্বানি ছেলে অনন্তকে নিয়ে ভাগবতের সঙ্গে গাড়ির দিকে এগিয়ে যাচ্ছেন। সেই সময় ভাগবতের বিদায়কালে হবু বর অনন্ত আরএসএস প্রধানের পায়ে হাত দিয়ে প্রণাম করে আশীর্বাদ প্রার্থনা করলেন। পাশেই ছিলেন ভাবী স্ত্রী রাধিকা মার্চেন্টও। ভিডিওর শেষ অংশে নীতা আম্বানিকেও দেখা গিয়েছে হাত জড়ো করে ভাগবতকে শ্রদ্ধার সঙ্গে বিদায় জানাতে।
এই বিশেষ নৈশভোজের অনুষ্ঠানে মুকেশ আম্বানি একটি সাদা জামা ও কালো প্যান্ট পরেছিলেন। অনন্ত এবং তাঁর মা নীতা একটি কমলা রঙের পোশাক ও শাড়ি পরেছিলেন। ওই নৈশভোজে পরিবারের প্রায় সব সদস্যই উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, কয়েকদিন আগেই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে গিয়ে ছেলের বিয়ের নেমন্তন্ন করে এসেছেন। তারপর গতকাল, শুক্রবার মোহন ভাগবতের জন্য বিশেষ নৈশভোজে আমন্ত্রণ জানিয়ে একটি অনুষ্ঠানও সেরে ফেললেন আম্বানি দম্পতি। প্রসঙ্গত, এর আগে নির্বাচনী বন্ড বিতর্কের সময় রাহুল গান্ধী বিজেপি ও নরেন্দ্র মোদীকে আদানি-আম্বানি গোষ্ঠীর কাছ থেকে কত টাকা নেওয়া হয়েছে বলে প্রশ্ন তুলেছিলেন। সেই সময় ও তারও আগে বহুবার আম্বানি পরিবারের সঙ্গে কেন্দ্রীয় শাসকদলের দহরম-মহরম নিয়ে রাজনীতির জল ঘোলা হয়েছে। ভাগবতকে বিশেষ নিমন্ত্রিত করে আপ্যায়ণেও রাজনৈতিক সত্যান্বেষীরা রহস্যের গন্ধ পাচ্ছেন।