শেষ আপডেট: 14th September 2022 14:56
দ্য ওয়াল ব্যুরো: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইদানিং আকছার বলেন যে, বাংলায় বিদ্যুৎ উদ্বৃত্ত রয়েছে। বাংলা অন্য রাজ্যকেও এখন বিদ্যুৎ সরবরাহ করছে। মমতার এই দাবির সঙ্গে বাস্তবেও বিশেষ ফারাক দেখা যায় না। অতীতের মতো ঘনঘন লোডশেডিং (load shedding) আর গ্রাম বাংলাতেও বিশেষ হয় না।
কিন্তু যোগীরাজ্য তথা উত্তরপ্রদেশে (Uttar Pradesh) বিদ্যুৎ সরবরাহের বেহাল অবস্থার ছবি মঙ্গলবার ভাইরাল হয়ে গেল। একটি ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়েছে। তাতে দেখা যাচ্ছে, বারাবাঁকির এক পাওয়ার সাব স্টেশনে বসে বিদ্যুৎমন্ত্রী (power minister) এ কে শর্মা (AK Sharma) রিভিউ মিটিং করছেন। কিন্তু সাব স্টেশনেই বিদ্যুৎ নেই। অন্ধকারে বসে রয়েছেন বিদ্যুৎমন্ত্রী। ভিডিওতে আরও দেখা যাচ্ছে, মোবাইলের টর্চ জ্বেলে ফাইল দেখছেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী। সেই সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলছেন।
উত্তরপ্রদেশের বিদ্যুৎ দফতর অবশ্য দাবি করেছে, বিদ্যুৎমন্ত্রী ওই সাব স্টেশনে সারপ্রাইজ ভিজিটে গিয়েছিলেন। কেন বিদ্যুৎ ঘন ঘন যাচ্ছে, কেন মানুষের দুর্ভোগ হচ্ছে সেই খবর নিতেই গিয়েছিলেন মন্ত্রী।
এক ছোবলেই ছবি, কোবরার কামড়ের সঙ্গে সঙ্গে মৃত্যু দুঁদে সাপুড়ের
বস্তুত বাংলায় ইদানিং যে আর বিশেষ লোডশেডিং হয় না তার একটা পাল্টা যুক্তি বিজেপি, কংগ্রেসেরও রয়েছে। তাদের বক্তব্য, বাংলায় শিল্প নেই। তাই বিদ্যুতের চাহিদাও নেই। গৃহস্থের কাজের জন্য বিদ্যুৎ সরবরাহের পর তাই প্রচুর উদ্বৃত্ত থেকে যাচ্ছে। বাংলায় যদি আরও ভারী শিল্প থাকত, তা হলে তাদের চাহিদা এই উদ্বৃত্ত বিদ্যুৎ দিয়ে মেটানো যেত।