শেষ আপডেট: 21st April 2023 14:28
দ্য ওয়াল ব্যুরো: কলকাতায় পুরসভা পরিচালিত অনেক স্কুল যখন পড়ুয়ার অভাবে বন্ধ হওয়ার মুখে তখন টালিগঞ্জের (Tollygunge) ১১১ নম্বর ওয়ার্ডে অবস্থিত সুভাষ পল্লী নেতাজি উদ্বাস্তু প্রাথমিক বিদ্যালয়টি আধুনিক শিক্ষাঙ্গন হয়ে উঠল। পঠনপাঠন-সহ শিক্ষাঙ্গনের প্রয়োজনীয় সব আধুনিক সুবিধাযুক্ত স্কুলটির শুক্রবার উদ্বোধন (inaugurated) করেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের বিদ্যুৎমন্ত্রী (power minister) অরূপ বিশ্বাস (Arup Biswas)। উপস্থিত ছিলেন স্থানীয় পুর প্রতিনিধি সন্দীপ দাস এবং কলকাতা প্রাইমারি স্কুল কাউন্সিলের চেয়ারম্যান কার্তিক মান্না।
স্কুলটির যাত্রা শুরু করেছিল ১৯৭৪ সালে। নানা ঘটনার সাক্ষী একদা জনপ্রিয় স্কুলটিকে সুবর্ণ জয়ন্তী বর্ষে পদাপর্ণের আগে ঢেলে সাজানোর উদ্যোগ নেন বিদ্যুৎমন্ত্রী।
স্কুলটিতে এখন স্মার্ট ক্লাস রুমের ব্যবস্থা করা হয়েছে। আছে ছবি আঁকা, সঙ্গীত শিক্ষা এবং খেলাধূলার ব্যবস্থা। রয়েছে বাগান। শুক্রবার সংক্ষিপ্ত অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেন, আগামীদিনে স্কুলটি কলকাতায় একটি মডেল শিক্ষাঙ্গন হয়ে উঠবে।
তৃণমূলের তাপস পুকুরপারে বসে কী করছিলেন, ডাঙায় মিলল পোড়া নথি, জলাশয় ঘিরে ফের জল্পনা