শেষ আপডেট: 18th July 2024 21:17
দ্য ওয়াল ব্যুরো: পুলিশের বক্তব্যেই সিলমোহর দিল রাজ্য বিদ্যুৎ দফতর। স্থানীয়দের বিক্ষোভের সুযোগকে কাজে লাগিয়ে দুষ্কৃতীরা পুলিশের ওপর হামলা চালিয়েছে বলে বিবৃতি দিয়ে জানিয়েছে রাজ্য পুলিশ। এবার মালদহের এনায়েতপুরের ঘটনায় বিবৃতি প্রকাশ করে বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাসও জানিয়ে দিলেন, এটি লোডশেডিংজনিত ঘটনা নয়।
মালদহের ঘটনাকে সামনে রেখে বিজেপি-সিপিএম একযোগে বাংলার গ্রামাঞ্চলে ঘন ঘন লোডশেডিংয়ের অভিযোগে সরব হয়েছে। প্রশ্ন তুলেছে, "বাংলায় তো নতুন করে কোনও শিল্প স্থাপন হয়নি, তাহলে ঘন ঘন লোডশেডিং হচ্ছে কী করে? রাজ্যের উৎপাদিত বিদ্যুৎ কোথায় যাচ্ছে?" মালদহ কাণ্ডকে সামনে রেখে লোডশেডিংয়ের এই অভিযোগ খারিজ করে বিদ্যুৎ মন্ত্রীর দাবি, "পশ্চিমবঙ্গের কোথাও এখন লোডশেডিং হয় না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার অভিধান থেকে লোডশেডিং নামক শব্দটি চিরতরে তুলে দিয়েছেন।"
অরূপ বিশ্বাসের আরও দাবি, "অন্যান্য রাজ্যে যেখানে গড়ে ৬ থেকে ৮ ঘণ্টা লোডশেডিং হয়, সেখানে বাংলায় একমাত্র রাজ্য যেখানে ১ মিনিটও লোডশেডিং হয় না।"
বিদ্যুৎ বিভ্রাটের অভিযোগে এদিন মালদহের মানিকচকের এনায়েতপুরে জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয়রা। ওই অবরোধ ঘিরেই তুলকালাম কাণ্ড ঘটে যায়। অবরোধ তুলতে গিয়ে আক্রান্ত হয় পুলিশ। আহত হয়েছেন মানিকচক থানার আইসি-সহ বেশ কয়েকজন পুলিশকর্মী। অভিযোগ, পুলিশের গুলিতে দু'জন গ্রামবাসী আহত হয়েছেন। ঘটনাটি নিয়ে ইতিমধ্যে রিপোর্ট চেয়েছে নবান্ন।
এ ব্যাপারে বিদ্যুৎ মন্ত্রী বিবৃতিতে জানিয়েছেন, উন্নতমানের বিদ্যুৎ পরিষেবা পৌঁছে দিতে মালদহ পাওয়ার গ্রিড থেকে মানিকচক পর্যন্ত ৮৬টি টাওয়ার বসানোর কাজ শেষ হলেও ৩টি টাওয়ার বসানোর ক্ষেত্রে স্থানীয়দের একাংশ অসহযোগিতা করছেন। ওই সমস্যা মিটে গেলেই আগামী ১৫ দিনের মধ্যে এলাকায় উন্নতমানের বিদ্যুৎ পরিষেবা পৌঁছে দেওয়া সম্ভব হবে।