শেষ আপডেট: 30th June 2024 17:12
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: নিখোঁজ হওয়ার ৮ ঘণ্টার মধ্যে পাঁচ স্কুল ছাত্রীকে বর্ধমান থেকে উদ্ধার করল হুগলি পুলিশ। এই ঘটনায় তিন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শনিবার দুপুরে মগরা থেকে এক সঙ্গে পাঁচ ছাত্রী নিখোঁজ হয়ে গিয়েছিল। তারা সকলেই মগরা প্রভাবতী বালিকা বিদ্যালয়ের ক্লাস এইটের ছাত্রী।
পরিবারের লোকজন দাবি করেছিলেন, শনিবার সকালে ওই পাঁচজন এক সঙ্গে স্কুলে যাওয়ার জন্য বের হয়। স্কুল ছুটির পরে তারা আর বাড়ি ফেরেনি। দুপুর গড়িয়ে বিকেল হয়ে এলেও মেয়েরা বাড়ি না ফেরায় উদ্বিগ্ন হয়ে ওঠেন অভিভাবকরা। খোঁজাখুঁজি শুরু করেন। স্কুলে খবর নিতে গেলে জানতে পারেন, তাঁদের মেয়েরা ওই দিন স্কুলেই যায়নি। এতে আরও চিন্তিত হয়ে পড়েন ওই পড়ুয়াদের বাড়ির লোকজন। মেয়েদের খোঁজ না পেয়ে অবশেষে পুলিশের দ্বারস্থ হন।
অভিযোগ পেতে তদন্ত নামে পুলিশ। পাঁচ ছাত্রী কোথা গেল, চারিদিকে খোঁজখবর নিতে শুরু করে। অবশেষে বর্ধমানের বেলখাস গ্রামে এক বাসিন্দার বাড়িতে তাদের সন্ধান মেলে। ভোররাতে ওই গ্রাম থেকে পাঁচ ছাত্রীকে উদ্ধার করে মগরা থানার পুলিশ। এই ঘটনায় ওই বাড়ির তিন বাসিন্দাকে গ্রেফতার করা হয়েছে।
হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র বলেন, এফআইআর পেতেই একটি টিম গঠন করা হয়েছিল। সেই টিম আট ঘণ্টার মধ্যে ছাত্রীদের বর্ধমান থানার বেলখাস থেকে উদ্ধার করে। তিনজন কে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে দুজনের বাড়ি মগড়া থানা এলাকায়। আর একজনের বাড়ি বর্ধমানে বেলখাস এলাকায়। প্রাথমিক তদন্তে জানা গেছে ছাত্রীদের নিখোঁজের ঘটনায় তাদের হাত ছিল। ধৃতদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।
হুগলি গ্রামীন পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার জানিয়েছেন, এক ছাত্রীর আত্মীয় বাড়ি পূর্ব বর্ধমানে। সেখানেই চলে গিয়েছিল তারা। তবে এক ছাত্রীর অভিভাবক জানিয়েছেন, যে তাঁর ভাইঝিকে নিয়ে গিয়েছিল তিনি তাকে চেনেন না।