আড়াল থেকে একার লড়াই আইসি মেঘনাদের-নিজস্ব চিত্র
শেষ আপডেট: 10th June 2024 18:09
দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: ছুটির দিনের দুপুর হলেও রানিগঞ্জের নেতাজি সুভাষ বসু রোড কিন্তু কর্মব্যস্ত। রাস্তায় যানবাহনের বেশ ভিড়। এই ভরা বাজারেই রবিবার সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের শোরুমে হানা দিয়েছিল ডাকাতদল। ভিতরে তারা লুঠপাট চালালেও ঘুণাক্ষরেও তা টের পাননি পথচারীরা। তবে একদল ছেলেকে তাড়াহুড়ো করে সোনার দোকানে ঢুকতে দেখে কিছু একটা আঁচ করে দোকানের সামনে একটু আড়াল খুঁজে দাঁড়িয়ে পড়েন একজন। তিনি জামুরিয়া থানার শ্রীপুর ফাঁড়ির আইসি মেঘনাদ মণ্ডল।
আসলে মেঘনাদবাবু এসেছিলেন হার্ডওয়ারের দোকানে জিনিস কিনতে। পেশাদারি অভিজ্ঞতাতেই সে কাজ মাথায় ওঠে। পকেট থেকে বের করে ততক্ষণে হাতে নিয়ে নিয়েছেন নিজের সার্ভিস রিভলবার। কিছুক্ষণের অপেক্ষা। এরপরেই দোকান থেকে বেরিয়ে আসতে দেখেন এক যুবককে। তার হাতে রিভলবার। দেরি করেননি আইসি। গুলি ছোঁড়েন। গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। দ্রুত দোকানে ঢুকে পরে ওই দুষ্কৃতী।
রানিগঞ্জের সেনকোয় ডাকাতদের সঙ্গে গুলির লড়াই আইসির#TheWallBangla #Raniganj #SencoGold #Decoit #loot pic.twitter.com/h4Q57eJxwX
— The Wall (@TheWallTweets) June 10, 2024
বেরিয়ে যখন আসে তখন সঙ্গে দলবল। দলে আরও সাতজন। এবার আর নিশানা ব্যর্থ হয়নি। আইসির গুলি লাগে এক ডাকাতের কোমরে। সাদা পোশাকের পুলিশকে দেখে ভয়ে পেয়ে যায় ডাকাতরাও। তারাও গুলি ছুড়তে শুরু করে। দু’পক্ষের তুমুল গুলির লড়াই চলতে থাকে। নিমেষে ফাঁকা হয়ে যায় রাস্তা। সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
রবিবার দুপুরে সেনকোর শোরুমে ৭ দুষ্কৃতী শোরুমে ঢুকে দেদার লুঠপাট চালায়। কিন্তু পালানোর সময় একা মেঘনাদবাবুর মুখোমুখি হয়ে নাকানিচোবানি খায় তারা। এরপর বাইক নিয়ে পালায়। তখনও একাই তাদের পিছনে ধাওয়া করেন শ্রীপুর ফাঁড়ির ওই আইসি। আশেপাশের বেশকিছু দোকানের সিসিটিভিতে সেই ছবি ধরা পড়েছে।
আইসি মেঘনাদবাবুর এমন সাহস দেখে তাজ্জব রানিগঞ্জের মানুষ। ছোট শহরে শুরু হয়ে যায় জোর চর্চা। মেঘনাদবাবুর সাহসিকতার প্রশংসা করেছেন আসানসোল পুলিশ কমিশনারেটের পুলিশ সুপারও।