শেষ আপডেট: 15th May 2024 14:41
দ্য ওয়াল ব্যুরো: ভোটের মুখে পাকিস্তান, বিজেপির পুরনো কৌশল। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে গোটা পদ্ম-শিবিরের কথা শুনলে মনে হবে ভোট হচ্ছে পাকিস্তানে। এবার সেই পাক অস্ত্রে আরও শান দিতে দলের দুই নেতা একযোগে এই দেশের দখলে থাকা কাশ্মীর ছিনিয়ে নেওয়া হবে বলে হুঙ্কার দিলেন। যথারীতি এর সঙ্গে জুড়ে দিয়েছেন লোকসভায় বিজেপির চারশো পারের সংকল্প।
বুধবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলায় শ্রীরামপুরের সভায় পাক অধিকৃত কাশ্মীর ছিনিয়ে নেওয়ার কথা বলেছেন। বুধবারই ঝাড়খণ্ডের রামগড়ের জনসভায় একই হুঁশিয়ারি দিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। শুধু পাকিস্তান প্রসঙ্গই নয়, দুই নেতার মুখে ছিল অভিন্ন দেওয়ানি বিধি চালুর কথাও। দু’জনেই বলেন, এ জন্য বিজেপিকে চারশোর বেশি আসনে জয়যুক্ত করা দরকার।
উত্তর-পূর্বে বিজেপির হিন্দুত্বের জাগ্রত মুখ শর্মা ঝাড়খণ্ডের সভায় বারাণসীতে জ্ঞানবাপী এবং মথুরার শাহি ইদগা মসজিদ প্রসঙ্গে বলেন, এই দুই ইস্যুর নিষ্পত্তির জন্যও চারশোর বেশি আসনে জয়লাভ জরুরি। ওই মসজিদ দুটি হিন্দু মন্দিরের জায়গায় তৈরি হয়েছে এবং তা ফিরিয়ে দেওয়ার দাবিতে একাধিক মামলা চলছে নিম্ন আদালত থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত। অনুপ্রবেশ নিয়েও সরব হন শর্মা।
বিগত বহু নির্বাচনের মতো এবারও বিজেপি পাকিস্তান প্রসঙ্গ টেনেছে। এই ব্যাপারেও দলকে দিশা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিজের রাজ্য গুজরাতের জনসভায় প্রধানমন্ত্রী বলেন, পাকিস্তানিরা কংগ্রেসের শাহজাদা (পড়ুন রাহুল গান্ধী)-কে ভারতের প্রধানমন্ত্রী করতে মুখিয়ে আছে। প্রধানমন্ত্রী অস্ত্র করেছেন কংগ্রেস নেতা মণিশঙ্কর আইয়ারের পাকিস্তানকে নিয়ে পুরনো মন্তব্য। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া সেই ভিডিও-তে মণিশঙ্করকে বলতে শোনা গিয়েছে, পাকিস্তানের হাতে পরমাণু বোমা আছে। ওরা চুড়ি পরে বসে নেই।
আইয়ারের সেই বক্তব্যের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, পাকিস্তানের এখন এমন আর্থিক দুর্দশা চলছে যে চুড়ি পরার সঙ্গতিও নেই। বিজেপির একাধিক নেতা-মন্ত্রী আইয়ারের মন্তব্যকে হাতিয়ার করে কংগ্রেসের বিরুদ্ধে পাকিস্তানের প্রতি দুর্বল অবস্থান নেওয়ার অভিযোগ করেছেন।