শেষ আপডেট: 30th July 2024 19:11
দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রীয় সরকার কেন জাতি গণনা করাচ্ছে না, বাজেট বিতর্কে বারে বারে সেই প্রশ্ন তুলেছেন রাহুল গান্ধী। সোমবার রাহুলের ভাষণে অনেকটা সময় ধরে ছিল জাত গণনার ইস্যু।
মঙ্গলবার সেই প্রসঙ্গেই রাহুলকে পাল্টা খোঁচা দেন বিজেপি সাংসদ তথা প্রাক্তন মন্ত্রী অনুরাগ ঠাকুর।
তিনি বলেন, যাঁর জাতের ঠিক নেই তিনি কিনা জাতি সুমারি নিয়ে বলছেন। রাহুল সোমবার বলেছিলেন, দেশের জনসংখ্যার সিংহভাগ দলিত, আদিবাসী ও ওবিসি। কিন্তু তাদের প্রকৃত সংখ্যা দেশ জানে না। কারণ সরকার জানার চেষ্টা করে না। রাহুল আরও বলেন, 'জিতনা আবাদি, উতনা হক।' অর্থাৎ, যে জাতির সংখ্যা যত বেশি তাদের অনুপাতে সুবিধা দিতে হবে।
মঙ্গলবার রাহুলের কথার জবাব দেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। অনুরাগ নাম না করে রাহুলের জাত নিয়ে প্রশ্ন তোলেন। রাজনৈতিক মহল মনে করছে, 'আর-১' বলতে অনুরাগ রাজীব গান্ধীকে বোঝাতে চেয়েছেন। তিনি বলেন, একজন প্রধানমন্ত্রী ছিলেন, আর-১। তিনি এই সংসদে ওবিসি সংরক্ষণের বিরোধিতা করেছিলেন। ওয়াকিবহাল মহলের মতে, রাহুলকে আর-টু বলে বোঝাতে চেয়েছেন অনুরাগ।
বিজেপি সাংসদের মন্তব্য নিয়ে রাহুল বলেন, 'আমাকে অপমান, অপদস্ত করা হয়েছে। তবে আমি এই ধরনের মানুষের কাছ থেকে ক্ষমা প্রার্থনা করছি না।' রাহুল বলেন, যে ভাষায় আমাকে অপমান করা হয়েছে তা আসলে দলিত, জনজাতি, ওবিসিদেরই অসম্মান করা।