কর্মীরা ভেঙে দিলেন পার্টি অফিস
শেষ আপডেট: 28th June 2024 19:59
দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান : আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের জমির উপর গড়ে উঠেছিল তৃণমূলের কার্যালয়। শহরের প্রাণকেন্দ্র ২২ নম্বর ওয়ার্ডে ২ নম্বর ব্লক তৃণমূল কার্যালয় ভেঙে দিলেন দলের কর্মীরা। আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদ নোটিস দিতেই তড়িঘড়ি সিদ্ধান্ত নিলেন তৃণমূলের স্থানীয় নেতৃত্ব।
সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি জমি দখল করে থাকা সবাইকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছেন। এরজন্য পুলিশ-প্রশাসন ও দলের কর্মীদের রীতিমতো হুঁশিয়ারি দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর এই সতর্কবার্তার পরেই আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের জমির ওপর অবৈধভাবে গজিয়ে ওঠা বহু নির্মাণকারীকে তিন দিনের মধ্যে সরে যাওয়ার নোটিস দেওয়া হয়। তারপরেই সেই কার্যালয় সরিয়ে নিতে দেখা যায় তৃণমূল কর্মীদের।
দু'নম্বর ব্লক তৃণমূলের সভাপতি উজ্জ্বল মুখোপাধ্যায় বলেন "সরকারি জমির ওপরই এই কার্যালয়টি ছিল। দুদিন আগে একটি নোটিস দিয়েছিল আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ। সেই নোটিসে বলা হয়েছিল তিন দিনের মধ্যে জায়গা খালি করে দিতে হবে। সেই নির্দেশ মেনেই আমরা দলীয় কার্যালয় ভেঙে দিচ্ছি নিজেরাই। পরে সরকারি জায়গায় না করে অন্য কোনও জায়গায় দলীয় কার্যালয় করব।"
সোমবার ও বৃহস্পতিবার পরপর দুদিন নবান্নে বৈঠক করেন মুখ্য়মন্ত্রী। রাজ্যের সমস্ত পুরসভার প্রতিনিধি ও মন্ত্রীদের একাংশ উপস্থিত ছিলেন বৈঠকে। সেই বৈঠকেই রাজ্যের সর্বত্র সরকারি জমি দখল করে যাঁরা ব্যবসা করছেন তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী একমাসের মধ্যে জমি খালি করে দেওয়ার সময়সীমা বেঁধে দিয়েছেন মুখ্যমন্ত্রী।