শেষ আপডেট: 18th July 2023 06:20
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: দলের কর্মীদের (party workers) হাতে হেনস্থার (harassed) শিকার হলেন তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি (TMC block president)। দলের কার্যালয়ের ভিতরেই তাকে ঘিরে ধরে অকথ্য গালিগালাজ করা হয় বলে অভিযোগ। পাশাপাশি পানীয়ের বোতল উঁচিয়ে তাঁকে মারতে উদ্যত হতে দেখা যায় উত্তেজিত এক তৃণমূল কর্মীকে। আউশগ্রাম ২ ব্লকের তৃণমূল সভাপতি রামকৃষ্ণ ঘোষকে দলীয় কার্যালয়ের ভিতর আটকে রেখে হেনস্থা করার একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি দ্য ওয়াল।
আউশগ্রাম ২ নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের দুটি গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরেই সংঘাত চলছে। পঞ্চায়েত নির্বাচনের আগে থেকেই এই সংঘাত প্রকাশ্যে আসে। টিকিট বন্টন নিয়েও দুই শিবিরের গন্ডগোল হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার বিকেলের দিকে রঘুনাথপুর গ্রামে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ের মধ্যে তুমুল গণ্ডগোল শুরু হয়। রামকৃষ্ণ ঘোষকে বাড়ি থেকে ডেকে নিয়ে এসে তাঁকে আটকে রেখে বিক্ষোভ শুরু করেন দলের কর্মীদের একাংশ। তখনই একজন হাতের কাছে থাকা বোতল উঁচিয়ে মারতে যান ব্লক তৃণমূল সভাপতিকে। এই ঘটনার কিছু অংশের ছবি মোবাইল ক্যামেরায় তুলে রাখা হয়। তারপর রবিবার গভীর রাতেই তা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়।
অভিযোগ, তৃণমূল কংগ্রেসের সদ্য নির্বাচিত প্রার্থী শেখ সাবির হোসেনের নেতৃত্বেই মূলত হেনস্থা করা হয় রামকৃষ্ণবাবুকে। শেখ সাবির হোসেন অবশ্য বলেন, “কোনও বিছিন্ন ঘটনা থেকে এটা ঘটেছে তা নয়, রঘুনাথপুর গ্রামের বেশকিছু কর্মীর রাগ ছিল রামকৃষ্ণ ঘোষের উপর। তারই ইন্ধনে বাড়ি ভাঙচুর করেছিল দলের কর্মীরা। কিন্তু সেই মামলায় আদালতে রামকৃষ্ণ ঘোষ তাদের কোনও সাহায্য করেনি। এখন বেশ কয়েকজন কর্মীর সাজা হয়ে যেতে পারে। এছাড়া সরকারি খাস জমি বিলি নিয়ে একাধিক অনিয়ম করেছেন রামকৃষ্ণ ঘোষ। সব মিলেই গ্রামের লোকজন তার কাছে জবাবদিহি চাইছিলেন। তা থেকেই উত্তেজনা।” তবে সোমবার বিকেল পর্যন্ত এনিয়ে থানায় কোনও অভিযোগ দায়ের হয়নি।