শেষ আপডেট: 31st December 2018 19:29
দ্য ওয়াল ব্যুরো: সেই একুশে জুলাইয়ের মঞ্চ থেকে ঘোষণা করেছিলেন, দু’হাজার উনিশ, বিজেপি ফিনিশ। উপচে পড়া ধর্মতলার শহিদ দিবসের মঞ্চ থেকে টার্গেট বেঁধে দিয়ে বলেছিলেন, ‘বাংলায় এ বার বিয়াল্লিশে বিয়াল্লিশটাই চাই।’ ঘড়ির কাঁটা রাত বারোটা হওয়ার পর মুহূর্ত অপেক্ষা করলেন না বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইট করে নতুন বছরের শুভেচ্ছা জানানোর পাশাপাশি লিখলেন, “উনিশ হবে দেশের ইতিহাসের মাইলফলক।”