শেষ আপডেট: 5th August 2023 13:36
দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: ভাঙড়ের কাঁটাডাঙাতে ভোট হিংসায় নিহত (slain party workers families) হাসান আলি মোল্লার বাড়িতে এলেন ভাঙড়ের (Bhangar) বিধায়ক নওসাদ সিদ্দিকী (Nawsad Siddique)। শনিবার দুপুরে কাঁটাডাঙায় পৌঁছে হাসান আলীর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন বিধায়ক। তাঁদের পাশে থাকার আশ্বাস দেন।
এখান থেকেই নওসাদ চলে যান পশ্চিম ভোগালিতে নিহত রেজাউল গাজির বাড়িতে। সেখানেও নিহত আইএসএফ কর্মীর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এই দুই কর্মীরই সন্তানদের পড়াশোনার দায়িত্ব নেবেন বলে জানান বিধায়ক। তিনি বলেন, “আমি তো অনেকদিন ধরে এই পরিবারগুলির পাশে এসে দাঁড়াতে চাইছিলাম, কিন্তু আমাকে আসতে দেওয়া হচ্ছিল না। অনৈতিকভাবে আমাকে আটকে দেওয়া হচ্ছিল। এঁদের বাড়ি দেখে আমি অবাক হয়ে গেলাম। কী মারাত্মক অসহায় অবস্থায় রয়েছেন এঁরা। অধিকার রক্ষার লড়াই করেছিলেন এঁদের পরিবারের লোক। পুলিশ নির্বিচারে হত্যা করেছে তাঁদের। একটা স্ট্যাচু তৈরি করে সম্মান জানানো নয়, সারাবছর এই পরিবারগুলির পাশে থাকার জন্য অঙ্গীকারবদ্ধ হলাম।” একইসঙ্গে দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানান নওসাদ।
আরও পড়ুন: জনজাতি পাড়া দিয়ে প্রাক পুজো সফর শুরু মমতার, অঙ্কের খাতায় কি পঞ্চায়েতের হিসাব